ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দ্রাবিড়-স্মিথের দৃষ্টিতে বাংলাদেশের ক্রিকেট

প্রকাশিত: ০৫:৫৭, ৮ ফেব্রুয়ারি ২০১৫

দ্রাবিড়-স্মিথের দৃষ্টিতে বাংলাদেশের ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার ॥ সবারই জানা, যেভাবে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হওয়ার কথা ছিল, আসলে সেভাবে হয়নি। কখনও উন্নতির কোন লক্ষ্যই মিলে না। সেই কথাই আবার মনে করিয়ে দিলেন ভারতের সাবেক ব্যাটসম্যান ‘দ্য ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড় ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। আসন্ন বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ইএসপিএন ক্রিকইনফো নির্মিত প্রোগ্রাম ‘কনটেন্ডারস’-এ এমনটিই বলেছেন এই দুই সাবেক ক্রিকেট তারকা। বাংলাদেশের ক্রিকেট এখন যে পর্যায়ে রয়েছে, এরচেয়েও বেশি ভাল অবস্থানে থাকা উচিত ছিল। ক্রিকেটারদের কাছ থেকে বাংলাদেশী ভক্তদের আরও বেশি কিছু পাওনা ছিল। কিন্তু ক্রিকেটারদের পারফর্মেন্সে ধারাবাহিকতা নেই বলে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে কাক্সিক্ষত মানে পৌঁছতে পারেনি। বাংলাদেশের ক্রিকেট নিয়ে এমন মন্তব্যই করেছেন এ দুই সাবেক অধিনায়ক। বিশ্বকাপ ক্রিকেটের বাকি আর মাত্র ৬ দিন। বিশ্বকাপের এটি একাদশতম আসর হলেও বাংলাদেশের জন্য তা পঞ্চম বিশ্বকাপ। বিশ্ব ক্রিকেটের এই মঞ্চে বাংলাদেশের সাফল্য বলতে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে পাওয়া জয়। ২০০৭ সালে বাংলাদেশের কাছে হেরেই গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে। এই বিষয়টির উল্লেখ করে দ্রাবিড় বলেছেন, ‘নিশ্চিতভাবে বাংলাদেশের কাছে ওই হারে আমাদের অনেক মূল্য দিতে হয়েছে। তবে ২০০৭ সালের পারফর্মেন্সের পর সবাই ভেবেছিল বাংলাদেশ উন্নতি করেছে এবং ভবিষ্যতে তারা ধারাবাহিকভাবে সাফল্য লাভ করবে। কিন্তু ৮ বছর পরে এসে আমরা যখন কথা বলছি তখন বাংলাদেশের উন্নতি কিন্তু ততটা চোখে পড়ার মতো নয়। বড় দলগুলোর বিপক্ষে এখনও তাদের ততটা সাফল্য নেই। বাংলাদেশের আরও জয় পাওয়া প্রয়োজন এবং তাদের ক্রিকেটার ও নিজ ক্রিকেটের ওপর আত্মবিশ্বাসী হওয়া উচিত।’ ভারতের সাবেক এই অধিনায়ক মনে করেন, বাংলাদেশের ক্রিকেটাররা তাদের ভক্তদের জন্য খুব কমই ‘ইতিবাচক গল্প’ রচনা করতে পেরেছে। দ্রাবিড়ের কথা সমর্থন করে গ্রায়েম স্মিথ বলেছেন, ‘বাংলাদেশে ক্রিকেট নিয়ে যে উন্মদনা রয়েছে তাতে করে তাদের আরও ভাল ফল করা উচিত ছিল। কিন্তু তাদের খুব কমই বাঁহাতি স্পিনার রয়েছে এবং তাদের ব্যাটসম্যানরা প্রায়ই বল হিট করতে যায় এবং তা মিস করে। তাদের পারফর্মেন্সে ধারাবাহিকতা নেই এবং যখন আপনি একজন দুর্দান্ত পেস বোলার কিংবা একজন দারুণ প্রতিভাবান ব্যাটসম্যানের দৃষ্টিতে বিচার করতে যাবেন তখন বাংলাদেশের ক্রিকেটে খুব বেশি উন্নতি চোখে পড়বে না।
×