ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নৈরাজ্যের বিরুদ্ধে চট্টগ্রামে ব্যবসায়ীরা আজ রাজপথে নামছেন

প্রকাশিত: ০৫:৪৭, ৮ ফেব্রুয়ারি ২০১৫

নৈরাজ্যের বিরুদ্ধে চট্টগ্রামে ব্যবসায়ীরা আজ রাজপথে নামছেন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চলমান সঙ্কট পরিস্থিতি থেকে উত্তরণের দাবিতে চট্টগ্রামের ব্যবসায়ীরা আজ দুপুরে মাঠে নামছেন। এফবিসিসিআই ঘোষিত ব্যবসায়ীদের প্রতীকী অবস্থান কর্মসূচীর অংশ হিসেবে নগরীতে রাজপথে নামছেন সকল শ্রেণীর ব্যবসায়ী। দুপুর ১২টা থেকে পরবর্তী ১৫ মিনিট জাতীয় পতাকা হাতে ব্যবসায়ীরা অবস্থান করবেন। সবার ওপরে দেশ, দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও- স্লোগানে ব্যবসায়ীরা রাজপথে কর্মসূচি পালন করবেন। একটানা হরতাল অবরোধে এবং নৈরাজ্যের কারণে গত একমাস ধরে ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এরই প্রতিবাদে এবং বিদ্যমান সঙ্কট উত্তরণে নগরীর ব্যবসায়ীদের প্রধান সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইতোমধ্যে তাদের অঙ্গ এ্যাসোসিয়েশনগুলোকে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন। আগ্রাবাদ খাতুনগঞ্জসহ বিভিন্নস্থানে ব্যবসায়ী সংগঠনগুলো নিজ নিজ এলাকায় ১৫ মিনিট রাজপথে অবস্থান নেবে।
×