ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্মৃতি বিলোপ রোধে

প্রকাশিত: ০৩:৪০, ৮ ফেব্রুয়ারি ২০১৫

স্মৃতি বিলোপ রোধে

বয়সজনিত কারণে স্মৃতি বিলোপ রোধে ভূমিকা রাখে রেড ওয়াইন। যুক্তরাষ্ট্রের টেক্সাস এ এ্যান্ড এমের বিজ্ঞানীদের দাবি, লাল আঙ্গুরের খোসায় থাকা আর্টারি স্ক্র্যাবিং এ্যান্টিঅক্সিডেন্ট রেসভের‌্যাট্রোল স্মৃতি রক্ষায় সাহায্য করে। এই এ্যান্টিঅক্সিডেন্ট হার্টের জন্য উপকারী এবং অকাল বার্ধক্য প্রতিরোধেও ভূমিকা রাখে। সায়েন্টিফিক রিপোর্টে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, যেসব ইঁদুরের দেহে এই এ্যান্টিঅক্সিডেন্ট রেসভের‌্যাট্রোল প্রয়োগ করা হয়েছে তাদের মস্তিষ্কের বৃদ্ধি, স্মৃতি ও দেহে রক্ত প্রবাহ তুলনামূলক ভাল। - জি নিউজ। ইন্টারনেটের নেশা কাটাতে ইন্টারনেটের নেশা থেকে মুক্তি পেতে নিজের হাতই কেটে ফেলেছেন চীনের এক তরুণ। জিয়াংসু প্রদেশের নানটংয়ের ১৯ বছরের ওই তরুণ এই নেশা থেকে মুক্তি পেতে নিজের বাঁ হাতটি কেটে ফেলেন। ১০ ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা কাটা হাত জোড়া দিতে পেরেছেন। নিজের ওপর বিতৃষ্ণা থেকে এই ধরনের অঙ্গচ্ছেদের প্রবণতা ভ্যান গগ সিনড্রোম নামে পরিচিত। দেশটিতে ইন্টারনেটের নেশা এতটাই মারাত্মক যে সরকার এর মধ্যেই ইন্টারনেট ডি-এ্যাডিকশন ড্রাইভ লঞ্চ করেছে। - জি নিউজ
×