ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তবু ক্লার্ককে ঘিরে শঙ্কা!

প্রকাশিত: ০৫:৫৮, ৭ ফেব্রুয়ারি ২০১৫

তবু ক্লার্ককে  ঘিরে শঙ্কা!

স্পোর্টস রিপোর্টার ॥ একই দিনে দুই রকম খবর পেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট ভক্তরা। কোচ ড্যারেন লেহম্যানের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সিইও জেমস সাদারল্যান্ড স্পষ্ট করে দিয়েছেন বিশ্বকাপের মূল মঞ্চে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্কই। এটা ইতিবাচক। নেতিবাচক খবর হচ্ছে, শুক্রবার ক্লার্ক নিজেই জানিয়েছেন ম্যাচ খেলার জন্য এখনও শতভাগ ফিট নন তিনি। ‘আমি এখন অনেকটা সুস্থ অনুভব করছি। মাঠে ফিরেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করেছি। তবে, পুরোপুরি ফিট হতে আরও কিছুটা সময় লাগবে। এ মুহূর্তে আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো ফিটনেস আমার নেই!’ বলেন নিয়মিত অধিনায়ক ক্লার্ক। তিনি আরও যোগ করেন ‘আমি এখন যে অবস্থায় আছি তাতে ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলা সম্ভব নয়। আমার লক্ষ্য হচ্ছে এ্যাডিলেডে দলের অনুশীলনে সময় দেয়া। আশা করছি সংযুক্ত আরব ?আমিরাতের সঙ্গে শেষ খেলতে পারব।’ একদিন আগেই বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন। হ্যামস্ট্রিং ইনজুরি ও পিঠের ব্যথায় জেরবার ক্লার্ক মাঠে ফেরায় স্বস্তি পেয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া ও দেশটির অগণিত ক্রিকেটপ্রেমী। কিন্তু, অজি অধিনায়ক ক্লার্ক জানিয়েছেন, মাঠে ফিরলেও তিনি এখনও আন্তর্জাতিক ম্যাচের ধকল নেয়ার মতো ফিটনেস ফিরে পাননি। বাংলাদেশের বিপক্ষে আন অফিসিয়াল ওই প্রস্তুতি ম্যাচে ৩২ ওভার পর্যন্ত মাঠে ছিলেন। দুই ওভার বোলিং করেছিলেন, ব্যাট হাতে করেছিলেন ৩৪ রান। ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ক্লার্কের জন্য এসিড টেস্ট।
×