ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেন্ট লুসিয়ায় সাকিব

প্রকাশিত: ০৫:৫৪, ৭ ফেব্রুয়ারি ২০১৫

সেন্ট লুসিয়ায় সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ বিসিবির নিষেধাজ্ঞার কারণে গত আসরে ক্যারিবীয়ার প্রিমিয়ার লীগে (সিপিএল) খেলতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার সাকিবকে সেন্ট লুসিয়া দলে ভিড়িয়েছে। এর আগে ২০১৩ সালে সাকিব বার্বাডোজ ট্রাইডেন্টসে খেলেছেন। ৮ ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন। এক ম্যাচেই মাত্র ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন সাকিব। এবার সেন্ট লুসিয়ার হয়ে খেলবেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি২০ ক্রিকেট আসর ক্যারিবীয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) পরবর্তী আসরে সেন্ট লুসিয়ার হয়ে খেলতে দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সিপিএল ২০১৫ সামনে রেখে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে ড্রাফট অনুষ্ঠান। এতে সাকিবকে পিক করেছে সেন্ট লুসিয়া জুকস দলটি। ড্রাফট অনুষ্ঠানে সাকিবের নাম রাখা হয়েছিল ৫০ হাজার মার্কিন ডলার ক্যাটাগরির ব্র্যাকেটে। সেখান থেকে সেন্ট লুসিয়া পিক করেছে বাংলাদেশের এই কৃতী ক্রিকেটারকে। সিপিএলে ২০১৩ সালে বার্বাডোজ ট্রাইডেন্টস দলের হয়ে খেলেছেন সাকিব। গত বছর (২০১৪) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞার কারণে সিপিএল খেলা হয়নি তার। ছয় মাস নিষেধাজ্ঞা ছিল। কিন্তু এর আগেই সাকিব নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে ক্রিকেটে ফিরেছেন। খেলেছেন বিগব্যাশেও। এবার সিপিএলেও অংশ নেবেন সাকিব। ২০১৫ সালের আসর সামনে রেখে ড্রাফট অনুষ্ঠানে প্রতিটি দল আগের ৪ জন করে ক্রিকেটারকে দলে রেখে দেয়ার সুযোগ পেয়েছিল। এর বাইরে মোট ২০০ ক্রিকেটারের একটি পুল তৈরি করা হয়েছিল বিভিন্ন ক্যাটাগরিতে (অর্থের মানদ-ে)। সেখান থেকেই প্রতিটি দল পছন্দমতো বাকি ক্রিকেটারদের পিক করতে বা দলে টেনেছে। এ নিয়ে টুইটবার্তায় সাকিব জানিয়েছেন, ‘সিপিএল খসড়া প্রকাশ হচ্ছে। দারুণ রোমাঞ্চিত। আশা করছি সবচেয়ে বড় উৎসবে অংশ নেয়ার সুযোগ পাব।’ বিদেশী খেলোয়াড়দের মধ্যে অবশ্য সবচেয়ে দামী খেলোয়াড় হয়েছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। তার মূল্য দেড় লাখ ডলার।
×