ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পদ্মা সেতু বিশেষজ্ঞ দলের সেতুস্থল পরিদর্শন

প্রকাশিত: ০৫:৪৭, ৭ ফেব্রুয়ারি ২০১৫

পদ্মা সেতু বিশেষজ্ঞ দলের সেতুস্থল পরিদর্শন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর বিশেষজ্ঞ প্যানেল শুক্রবার সেতুস্থল পরিদর্শন করেন। সাত সদস্য বিশিষ্ট দলটির নেতৃত্বে ছিলেন প্যানেল প্রধান প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. আলমগীর মজিবুর হক, আইনুল নিশাদ, মোঃ শফিউল্লাহ, তত্ত্বাবদায়ক প্রকৌশলী কামরুজ্জামান, রজ্জব আলী, নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মোঃ আব্দুল কাদের। এছাড়া পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম ও ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রীজের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। সকালে প্রতিনিধি দলটি মাওয়া পদ্মা সেতু পয়েন্ট ঘুরে পদ্মা সেতুর জাজিরা পয়েন্ট পরিদর্শন করেন। রবিবার হতে পাইলিং পয়েন্টগুলোতে সার্ভে কাজ শুরু হবে। আর মার্চ মাসের ২০ তারিখে পদ্মার বুকে পরীক্ষামূলক পাইল বসানো শুরু হবে। এদিকে, চীন থেকে পদ্মা সেতুর পরীক্ষামূলক পাইল ও একটি বিশাল আকারের হ্যামার বৃহস্পতিবার চট্রগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এগুলো মাওয়ায় নিয়ে আসা হবে।
×