ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে বর না আসায় বিপাকে কনে দায়গ্রস্ত বাবা

প্রকাশিত: ০৪:০৪, ৭ ফেব্রুয়ারি ২০১৫

মুন্সীগঞ্জে বর না আসায় বিপাকে  কনে দায়গ্রস্ত  বাবা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার যোগানিয়া গ্রামে শুক্রবার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে এক দরিদ্র পিতা সর্বস্বান্ত হয়েছে। বিয়ের অনুষ্ঠানের আয়োজন করতে নিজের শেষ সম্বল ভিটে-বাড়ির ২ শতাংশ জমি বিক্রি করে এই আয়োজন করলেও বর এবং বরযাত্রী না আসায় মেয়েকে নিয়ে চরম বিপাকে পড়েছে কন্যাদায়গ্রস্ত পিতা। জানা গেছে, গত ১৩ অক্টোবর তারিখে উপজেলার যোগানিয়া গ্রামের আলিম হাওলাদারের মেয়ে নাজমা আক্তারের সঙ্গে প্রতিবেশী কাশেম দেওয়ানের ছেলে হাতেম দেওয়ানের সামাজিকভাবে রেজিস্ট্রি কাবিনমূল্যে ৪ লাখ টাকা দেনমোহরে বিয়ে রেজিস্ট্রি হয়। বিয়ের পরে কনের পিতার কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করে বরের মা হাসি বেগম। মেয়ের সুখের কথা চিন্তা করে কনের পিতা ওই টাকা যৌতুক দিতে নিজের শেষ সম্বল তার বসত বাড়িটি বিক্রি করে দেন। এরপর গত ২ ফেব্রুয়ারি যোগানিয়া গ্রামের আলমগীরের মাধ্যমে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ছেলের বাবা কাশেম দেওয়ান সিঙ্গাপুর প্রবাসী হওয়ায় তার অবর্তমানে মা হাসি বেগম শুক্রবার বিয়ের দিন নির্ধারণ করে। নির্ধারিত তারিখে মেয়ের বাবা প্রায় চার শ’ লোকের আয়োজন করেন গ্রামবাসী ও মেয়ের আত্মীয়স্বজন সবাই এলেও বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী না এসে ছেলের মা হাসি বেগম ও তার পরিবার বিয়ের একদিন আগে বাড়ি থেকে আত্মগোপন করে।
×