ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রাথমিকের প্রশ্ন ফাঁস ফটোস্ট্যাটের মালিকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:০২, ৭ ফেব্রুয়ারি ২০১৫

প্রাথমিকের প্রশ্ন ফাঁস ফটোস্ট্যাটের মালিকের বিরুদ্ধে মামলা

সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ৬ ফেব্রুয়ারি ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ২০১৪ সালের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। বৃহ¯পতিবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসার নূরজাহান বাদী হয়ে দর্শনার কাজী ফটোস্ট্যাটের মালিক আহাদ হোসেন ও কর্মচারী দর্শনা ঘুঘুডাঙ্গার আজিজ কসাইয়ের ছেলে সেলিমকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় ওই মামলা দায়ের করেন। উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর শনিবার এক শ্রেণীর কুচক্রী ২০১৪ সালে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার (ইংরেজী ও গণিত) প্রশ্নপত্র ফাঁস করে, যা উপজেলার দর্শনার বিভিন্ন ফটোকপির দোকানে পাওয়া যায় এবং পূর্ব রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছেলেমেয়েরা প্রশ্নপত্র পায়। বিষয়টি জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) উপপরিচালক জাফর ইকবাল জেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসারকে ই-মেইল করে জানান। তিনি বিষয়টি জেলা প্রশাসককে অবহিত না করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাফিলতি করেন। পরে বিষয়টি ব্যাপক আকারে জানাজানি হয়ে পড়লে বিষয়টি তদন্তের জন্য দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসারকে পাঠান।
×