ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাবনায় বিক্রি হচ্ছে কাঠের গুঁড়া মেশানো গো-খাদ্য

প্রকাশিত: ০৪:০২, ৭ ফেব্রুয়ারি ২০১৫

পাবনায় বিক্রি হচ্ছে  কাঠের গুঁড়া  মেশানো গো-খাদ্য

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৬ ফেব্রুয়ারি ॥ জেলায় কাঠের গুঁড়ার সঙ্গে গমের ভুসি মিশিয়ে গো-খাদ্য তৈরি করে বাজারজাত করা হচ্ছে। এতে গো-খামারিরা প্রতারিত হচ্ছে। শুধু তাই নয়, এ গোÑখাদ্য খেয়ে গরু-ছাগল নানা রোগে আক্রান্ত হচ্ছে বলেও জানা গেছে। জানা গেছে, জেলার বিভিন্ন হাট-বাজার-গঞ্জ ও যমুনার বিভিন্ন চরাঞ্চলের ‘স’ মিল থেকে কাঠের গুঁড়া সংগ্রহ করে ফ্লাওয়ার মিল ও গো-খাদ্য প্রস্তুতকারী কারখানায় সরবরাহ নেয়া হচ্ছে। এসব মিলার বিভিন্ন উপকরণের সঙ্গে কাঠের গুঁড়া মিশিয়ে গো-খাদ্য তৈরি করে বাজারজাত করছে। জেলার বেড়া উপজেলার বিস্তীর্ণ চর ঘুড়ে দেখা গেছে ১০ থেকে ১৫টি গ্রামে বেশ কিছুসংখ্যক ‘স’ মিল থেকে ব্যাপারীরা এক টাকা কেজিতে কাঠের গুঁড়া কিনে বস্তা বোঝাই করে নৌকাযোগে যমুনা পার হয়ে জেলার বিভিন্ন ফ্লাওয়ার মিলসহ গো-খাদ্য প্রস্তুত কারখানায় বিক্রি করছে। যমুনার চরাঞ্চলের আব্দুল করিম ম-ল, আফসার মোল্লা ও দিলবার শেখ জানান, যমুনার বিস্তীর্ণ চরে বিপুলসংখ্যক ‘স’ মিল গড়ে উঠেছে। এসব কাঠের গুঁড়া গো-খাদ্য তৈরির উপকরণের সঙ্গে মিশিয়ে গো-খাদ্য নামে বাজারজাত করছে। এতে গো-খামারিরা প্রতারিত হওয়াসহ গবাদি পশু নানা রোগে আক্রান্ত হচ্ছে। এ ব্যাপারে পশু চিকিৎসক ইসমাইল হোসেন জানিয়েছেন, কাঠের গুঁড়া মিশ্রিত গো-খাদ্যে গবাদি পশুর বিষক্রিয়া হতে পারে। এছাড়াও এ ধরনের গোÑখাদ্যে পাতলা পায়খানা ও পেট ফাঁপাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
×