ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দালাই লামা-ওবামা সাক্ষাতের সমালোচনা করেছে চীন

প্রকাশিত: ০৩:৩৫, ৭ ফেব্রুয়ারি ২০১৫

দালাই লামা-ওবামা সাক্ষাতের সমালোচনা করেছে চীন

প্রেসিডেন্ট বারাক ওবামা তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামার সঙ্গে সাক্ষাত এবং তাকে ভাল বন্ধু বলে অভিহিত করার সমালোচনা করেছে চীনের সংবাদপত্রগুলো। সমালোচনায় যুক্তরাষ্ট্্রকে গোলযোগ সৃষ্টিকারী বলে উল্লেখ করা হয়েছে। হোয়াইট হাউসে আয়োজিত জাতীয় প্রার্থনা প্রাতরাশ অনুষ্ঠানে দেয়া ভাষণে ওবামা বলেন, তিব্বতের এ বৌদ্ধ নেতা স্বাধীনতা ও সকল মানুষের মর্যাদার অনুপ্রেরণা। এ অনুষ্ঠানে অন্যতম আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দালাই লামা। দালাই লামার সঙ্গে বিদেশী নেতাদের সাক্ষাতের বিরোধিতা করেছে চীন। সিনহুয়া সংবাদ সংস্থা জানায়, ওই দু’জনের মধ্যে কোন বৈঠক বা সাক্ষাত নিশ্চিত নেতিবাচক পরিণাম বয়ে আনবে। কারণ, দালাই লামা একজন রাজনৈতিক বোঝা, যা উল্টো ফল নিয়ে আসবে। খবর বিবিসি অনলাইন।
×