ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রথম দিনে ইফাদের ৭৪ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ০৬:৪৬, ৬ ফেব্রুয়ারি ২০১৫

প্রথম দিনে ইফাদের ৭৪ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে প্রথম দিনেই ইফাদ অটোসের ৭৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার এই কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন তালিকার শীর্ষে রয়েছে। আইপিও প্রক্রিয়া শেষে লেনদেনের প্রথম দিনে শেয়ারটির দর বেড়েছে ৩৭ টাকা ৭০ পয়সা বা ১২৫ দশমিক ৬৭ শতাংশ। এই শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৬৭ টাকা ৭০ পয়সা দরে। এদিন কোম্পানির ১ কোটি ১৬ লাখ ৯৭ হাজার শেয়ার লেনদেন হয়েছে। প্রকৌশল খাতের এই কোম্পানির অনুমোদিত মূলধন রয়েছে ২০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন রয়েছে ১১৫ কোটি টাকা। এই কোম্পানির মোট শেয়ার রয়েছে ১১ কোটি ৫০ লাখ। সি এ্যান্ড এ টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ বস্ত্র খাতের নতুন কোম্পানি সি এ্যান্ড এ টেক্সটাইলের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করা হয়। আলোচিত বছরে এই কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৯ টাকা ১৩ পয়সা। সি এ্যান্ড এ টেক্সটাইলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ফেব্রুয়ারি।
×