ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেলের প্রশংসায় কোচ আনচেলত্তি

প্রকাশিত: ০৬:১১, ৬ ফেব্রুয়ারি ২০১৫

বেলের প্রশংসায় কোচ আনচেলত্তি

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রমেই স্বার্থপর হয়ে উঠছেন গ্যারেথ বেল। সতীর্থদের সহায়তা না করে এখন নিজে নিজেই গোল করার চেষ্টা করছেন রিয়াল মাদ্রিদের এই ওয়েলস তারকা। সাম্প্রতিক সময়ে এমন প্রতিবেদন নিয়মিতই প্রকাশিত হচ্ছে। তবে এসব সমালোচনায় কান দিচ্ছেন না রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। বরং তিনি গ্যারেথ বেলের পারফর্মেন্সে মুগ্ধ-বিমোহিত। তার মতে, রিয়াল মাদ্রিদে গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে গ্যারেথ বেলের। চলতি মৌসুমেও নিজেকে মেলে ধরছেন তিনি। দলের স্বার্থে সবকিছুই করছেন ২৫ বছর বয়সী এই তারকা ফুটবলার। এ বিষয়ে রিয়ালের কোচ আনচেলত্তি বলেন, ‘দলের সহায়তায় সব কিছুই করছে সে (বেল)। গত মৌসুমটা তার দারুণ কেটেছে। আর এ জন্য আমাদেরও সহজ হচ্ছে। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচেও কোন সঙ্কেত শুনিনি (দর্শক সারি থেকে)। বরং সে দুর্দান্ত কিছু মোভ করেছে। যার প্রশংসা সকলেই করতে বাধ্য হচ্ছে।’ গত মাসে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে স্বার্থপরতার অভিযোগ উঠে গ্যারেথ বেলের বিপক্ষে। ওই ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচে অভিযোগ ছিল করিম বেনজেমাকে ফাঁকায় পেয়েও বল ঠেলে দেননি বেল। তখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও বেনজেমা উভয় তারকাই বিস্মিত হয়েছিলেন। সেবার কোচ নিয়েছিলেন বেলের পক্ষ। এরপর এস্পনিয়য়ের বিপক্ষে ম্যাচেও একই রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটে। সেই ম্যাচে দ্বিতীয়ার্ধের শেষদিকের ঘটনা। প্রতিপক্ষের গোল থেকে একটি দূরে বল নিয়ে ছুটলেন বেল। তার অন্য প্রান্তে পাস পাওয়ার মতো অবস্থানে ছিলেন রোনাল্ডো। কিন্তু রোনাল্ডোকে বল পাস না করে দারুণ সুযোগটা বেল নষ্ট করেন নিজে শট নিয়ে। রোনাল্ডো তো ক্ষিপ্ত হয়ে মাঠেই ক্ষোভ প্রকাশ করেন। হতাশ হন ভক্ত-অনুরাগীরাও। সেবার রোনাল্ডোর এই রাগের প্রসঙ্গ আসতেই কোচ আনচেলত্তি বলেছিলেন, ‘এটাকে এত বড় ইস্যু বানাবার কিছুই নেই। এটা ফুটবল মুভমেন্ট।’ বেলের ব্যাপারে কোচের ভাষ্য ছিল, ‘কেউ যদি স্বার্থপরতা করে থাকে তা শুধরে নিতে হবে আমাদের। বিষয়টি আমি আবার দেখব। ভ্যালেন্সিয়ার বিপক্ষের ম্যাচেও সবাই তার কাছ থেকে বল পাস হওয়ার কথা ভেবেছিল।’ কিন্তু ভ্যালেন্সিয়া, এস্পানিয়লের পর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচেও একই রকম ঘটনার জন্ম দেন বেল। ২০১৩-১৪ মৌসুমে রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন গ্যারেথ বেল। ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার থেকে লা লিগায় যোগ দিয়ে প্রকৃতপক্ষে বিশ্বকেই চমকে দিয়েছিলেন তিনি। আর ক্লাবে যোগ দিয়ে খেলছেনও দুর্দান্ত। যে কারণেই কোচ তার পারফর্মেন্সে সন্তুষ্ট। কার্লো আনচেলত্তির বেলপ্রীতির আরও একটা কারণ আছে। ফাইনালে প্রতিপক্ষের জালে গোল করায় পারদর্শী গ্যারেথ বেল। ২০১৪ সালে রিয়াল মাদ্রিদ তিনটি টুর্নামেন্টের ফাইনালে উঠে। কোপা ডেল’রে, উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ এবং ক্লাব বিশ্বকাপ। আর রিয়ালের জার্সিতে তিনটি ফাইনালেই গোল করেন বেল। এ বিষয়ে সাবেক প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) এই কোচ বলেন, ‘রিয়ালের জার্সিতে গত মৌসুমে চমৎকার পারফর্মেন্স উপহার দিয়েছে বেল।
×