ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভিনগ্রহের প্রাণী ভেবে

প্রকাশিত: ০৬:০২, ৬ ফেব্রুয়ারি ২০১৫

ভিনগ্রহের প্রাণী ভেবে

ভিনগ্রহের প্রাণী ভেবে বিরল প্রজাতির ভালুককে বেধড়ক পিটিয়েছে মালয়েশিয়ার এক তৈল শোধনাগারের শ্রমিকরা। ভালুকটি দেখে তারা প্রথমে ভয় পেয়ে যায়। স্থানীয় এক বাসিন্দা জানান, এর আগে এমন জন্তু আমরা কোনদিন দেখিনি। পরে বুঝতে পারি এটি একটি ভালুক। জ্ঞান ফিরলে আমরা এটিকে আবার বনে পাঠানোর ব্যবস্থা করি। দেশটির বন দফতর জানিয়েছে, এটি একটি সান বিয়ার। গায়ে কোন লোম ছিল না। সান বিয়ারের সংখ্যা এখন অনেক কমে গেছে। দেশটিতে এটি ‘হানি বিয়ার’ নামে পরিচিত। - জি নিউজ ফুসফুস ক্যান্সারই বেশি প্রাণঘাতী বিশ্বের উন্নত দেশগুলোতে নারীদের মধ্যে এখন স্তন ক্যান্সারের চেয়েও মারাত্মক হচ্ছে ফুসফুস ক্যান্সার। ঘাতকব্যাধি হিসেবে দীর্ঘদিন ভয়াবহ ছিল স্তন ক্যান্সার। গবেষকরা বুধবার এ তথ্য জানিয়েছেন। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (আইএআরসি) এবং আমেরিকান ক্যান্সার সোসাইটির গবেষকরা নতুন এই গবেষণাটি করেছেন। গবেষকরা বলেছেন, উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে কয়েক দশক ধরে পুরুষদের ক্যান্সারজনিত মৃত্যুর মধ্যে প্রথমে রয়েছে ফুসফুসের ক্যান্সার। কম উন্নত দেশগুলোতে এখনও প্রথমে রয়েছে স্তন ক্যান্সার। - এএফপি
×