ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

একাত্তরের পরাজিত শকুনদের উৎপাত থেকে দেশকে মুক্ত করতে হবে ॥ বেনজীর

প্রকাশিত: ০৫:৫১, ৫ ফেব্রুয়ারি ২০১৫

একাত্তরের পরাজিত শকুনদের উৎপাত থেকে দেশকে মুক্ত করতে হবে ॥ বেনজীর

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৪ ফেব্রুয়ারি ॥ র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ বলেছেন, ’৭১-এর পরাজিত শকুনরা আমাদের মাতৃভূমি ও পতাকাকে খামচে ধরেছে। এদের উৎপাত থেকে দেশকে মুক্ত করতে হবে। এ সমস্ত শকুন, সন্ত্রাসী, জঙ্গীদের পবিত্র ভূমিতে আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবে না। তাদের বলতে হবে, এটি তোমাদের দেশ না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিতাড়িত করতে হবে। একাত্তরের এ পরাজিত শক্তির বিরুদ্ধে আরেকবার একটি সর্বাত্মক যুদ্ধ করতে হবে। আপনারা সকলে র‌্যাব, পুলিশ, প্রশাসন, বিজিবি ও আনসারের লোক হয়ে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বুধবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ জে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম পিপিএম, কুমিল্লার জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌর মেয়র মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু প্রমুখ। র‌্যাবের মহাপরিচালক আরও বলেন, এখন হতাশ, অসহায় বোধ করার সময় নয়। সন্ত্রাসী, জঙ্গীগোষ্ঠী চৌদ্দগ্রামে মাইশা, শান্তসহ ৭ জন নিরীহ মানুষকে যারা পেট্রোলবোমা মেরে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনী প্রতিশোধ নেয়া হবে।
×