ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পেনিনসুলার সংস্কার কাজ পিছিয়েছে

প্রকাশিত: ০৪:৩৪, ৪ ফেব্রুয়ারি ২০১৫

পেনিনসুলার সংস্কার কাজ পিছিয়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড নতুন হোটেল সংস্কারের কাজ পিছিয়েছে। আর এ কারণে কোম্পানিটি অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আইপিওর কাজে ব্যয় করার পরেও কোম্পানির কিছু টাকা বেঁচে গেছে পেনিনসুলার। আর এ অর্থ কোম্পানিটি ঋণ পরিশোধের কাজে ব্যয় করবে। এ কারণে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতেই কোম্পানিটি ইজিএম আহ্বান করেছে আগামী ২ মার্চ। আর কোম্পানির ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি। সূত্র জানায়, ওইদিন সকাল ১০টায় ডালিয়া হল, পেনিনসুলা চিটাগং, বুলবুল সেন্টার ৪৮৬/বি. ও. আর. চিটাগংয়ে ইজিএম অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, কোম্পানির আইপিও প্রসপেক্টাসে সংগৃহীত ৭০ লাখ টাকা বিদ্যমান হোটেল সম্প্রসারণ, ১৪১ কোটি টাকা টাকা নতুন হোটেল নির্মাণ, ১৩ কোটি টাকা ঋণ পরিশোধ এবং ৩ কোটি ৬৫ লাখ টাকা আইপিওর কাজে ব্যয় করার কথা ছিল।
×