ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিন সদস্যের মেডিক্যাল টিম গঠন

নওগাঁয় নিপা ভাইরাসে দুই শিশুসহ তিনজনের মৃত্যু

প্রকাশিত: ০৪:৪৪, ৩ ফেব্রুয়ারি ২০১৫

নওগাঁয় নিপা ভাইরাসে দুই শিশুসহ তিনজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২ ফেব্রুয়ারি ॥ নওগাঁর মান্দায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতের শরীরে নিপা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে বলে সোমবার নিশ্চিত করেছেন নওগাঁর সিভিল সার্জন ডাঃ মোজাহারুল ইসলাম বুলবুল। এদিকে ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে । মঙ্গলবার ঢাকা থেকে স্বাস্থ্য অধিদফতরের উচ্চ পর্যায়ের ৬ সদস্যের একটি টিম এলাকা পরিদর্শনে আসছেন বলেও নিশ্চিত করেছেন সিভিল সার্জন। নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুই শিশু হলো, উপজেলার ভালাইন ইউনিয়নের ভালাইন গ্রামের মকলেছুর রহমানের ছেলে আপেল মাহমুদ (১১) ও আবুল কাসেমের ছেলে কাওসার আলী (১৩)। অপরজন পরানপুর ইউনিয়নের বালুবাজার গ্রামের আলিমুদ্দীনের ছেলে হাফিজুল ইসলাম। বাঘাবাড়ি মিল্কভিটায় ছাঁটাইকৃত শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন- মিল্কভিটা থেকে ছাঁটাইকৃত শ্রমিক-কর্মচারীরা চাকরিতে পুনর্বহালের দাবিতে সোমবার সকালে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি মিল্কভিটা দুগ্ধ কারখানা চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে অবিলম্বে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে বক্তারা অবিলম্বে ছাঁটাইকৃত অবশিষ্ট ৭০ জন শ্রমিক-কর্মচারীকে চাকরিতে পুনর্বহাল করা না হলে বাঘাবাড়ি মিল্কভিটা থেকে ঢাকায় দুধ সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধসহ কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণার হুমকি দেন। সমাবেশ চলাকালে বাঘাবাড়ি নৌবন্দরের উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ছাঁটাই করা শ্রমিক-কর্মচারীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম স্বপন, শাহাদত হোসেন, বিপব আহমেদ, মজিবর আহমেদ, শাহ আলম খান, আব্দুর রহমান, মিজানুর রহমান, সাইদুর রহমান প্রমুখ।
×