ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইন্দো বাংলা-বাংলাদেশ গেমসের ক্যাম্প শুরু

প্রকাশিত: ০৬:০৮, ২ ফেব্রুয়ারি ২০১৫

ইন্দো বাংলা-বাংলাদেশ গেমসের ক্যাম্প শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী এপ্রিল মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ইন্দো বাংলা-বাংলাদেশ গেমস এ্যাথলেটিকস (পুরুষ ও মহিলা), শূটিং (পুরুষ ও মহিলা), সুইমিং (পুরুষ ও মহিলা), ভলিবল (পরুষ), ব্যাডমিন্টন (পুরুষ ও মহিলা), বক্সিং (পুরুষ), ফুটবল (মহিলা), কাবাডি (মহিলা), জিমন্যাস্টিকস (পুরুষ) এই নয়টি ডিসিপ্লিন নিয়ে অনুষ্ঠিত হবে ইন্দো বাংলা বাংলাদেশ গেমস। এই গেমসকে সামনে রেখে রবিবার থেকে ৯টি ডিসিপ্লিনের ক্যাম্প শুরু হয়েছে। দুপুরে ভলিবল, বক্সিং ও কাবাডি অনুশীলন ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন বিওএর উপ-মহাসচিব মোঃ মিজানুর রহমান মানু, এসএম ইমতিয়াজ খান বাবুল, আশিকুর রহমান মিকু এবং কোষাধাক্ষ্য কাজী রাজীবউদ্দীন আহমেদ চপল। ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটনের পক্ষে উপস্থিত ছিলেন আর বি গ্রুপের অতিরিক্ত পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় ওয়ালটনের পক্ষ থেকে বাংলাদেশ মহিলা কাবাডি দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারকে জার্সি দিয়ে উৎসাহিত করা হয়।
×