ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সবজির মূল্য কক্সবাজার শহরে আকাশচুম্বী, গ্রামে নামমাত্র

প্রকাশিত: ০৩:৫৪, ২ ফেব্রুয়ারি ২০১৫

সবজির মূল্য কক্সবাজার শহরে আকাশচুম্বী, গ্রামে নামমাত্র

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বিএনপি-জামায়াতের লাগাতার অবরোধ ও হরতালের কারণে কক্সবাজারে আগুন লেগেছে সবজি বাজারে। একদিনের ব্যবধানে প্রতিকেজি নিত্যপ্রয়োজনীয় পণ্যে ও বিভিন্ন সবজির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। দাম বাড়ার অজুহাত দেখিয়ে খুচরা বিক্রেতারাও কয়েকগুণ বাড়িয়ে নিচ্ছে। শহরে তরকারির বাজারে দামের কোন স্থায়িত্ব নেই, যার যেমন খুশি হরতালের বাহনায় বাড়িয়ে নিচ্ছে বিক্রেতারা। একেক দোকানে একেক দাম হওয়ায় ভোক্তারা কেনাকাটা করতে হিমশিম খাচ্ছে প্রতিনিয়ত। শহরের বড় বাজার, বাহারছড়া, কলাতলী, সদর উপজেলা গেটসংলগ্ন বাজার ও কানাইয়া বাজার ঘুরে দেখা গেছে, নিত্যপণ্যের বাজারে বিশেষ করে শীতকালীন সবজির দাম গত কয়েকদিনের চেয়ে অনেকাংশে বেড়ে গেছে। টানা অবরোধের পরবর্তী ৭২ ঘণ্টা বিএনপির হরতালের কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়া ও সরবরাহ কম থাকায় সবজির দাম বেশি বলে অভিযোগ ব্যবসায়ীদের। শহরের বাজারগুলোতে গত দুই দিন আগেও শিম বিক্রি হয়েছে প্রতিকেজি ২৫ টাকা। সেই শিম বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায় কেজি। একদিন আগে ১৫ টাকায় কেজিতে বিক্রি করা ফুলকপি বিক্রি করা হচ্ছে ৩০-৩৫ টাকায়। বেগুন প্রতিকেজি ১৫ টাকা থেকে বেড়ে ৩০ টাকা, টমেটো ২০ টাকা থেকে ৩০ টাকা। ৮ টাকার মুলা ২০ টাকা, কাঁচামরিচ ৪০ টাকা, শসা ৩৫-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। একইভাবে প্রতিকেজি খিরা ৩৫ টাকা, দেশী আলু ৪০ টাকা, গাজর ৬০ টাকা, শিম বিচি ৭০ টাকা, পেঁপে ৩০ টাকা ও মিষ্টি কুমড়া ৪০ টাকা হারে বিক্রি হচ্ছে। এসবের সঙ্গে বেড়েছে লালশাক, কলমিশাক, লাউশাক, পালংশাক, মূলাশাক, পুঁইশাক, ডাঁটাশাকসহ অন্যান্য শাকের দামও। ক্ষেত-খামারে এবং গ্রামের বাজারগুলোতে চাষীদের সবজি বিক্রি করতে হচ্ছে পানি মূল্যে। অবরোধ-হরতালে পরিবহন ব্যয় বেশি হচ্ছে বলেই শহরের বাজারগুলোতে সবজির মূল্য আকাশচুম্বী বলে জানায় সবজি বিক্রেতাদের অনেকে।
×