ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিল্লীর বাঙালী এলাকায় বিধানসভা ভোটে প্রার্থী প্রণবকন্যা

প্রকাশিত: ০৩:৩৪, ২ ফেব্রুয়ারি ২০১৫

দিল্লীর বাঙালী এলাকায় বিধানসভা ভোটে প্রার্থী প্রণবকন্যা

দিল্লী ভোটে একমাত্র উল্লেখযোগ্য বাঙালী প্রার্থী শর্মিষ্ঠা। দিল্লী বিধানসভা ভোটে গ্রেটার কৈলাস কেন্দ্রে প্রার্থী হয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণবের মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি। তাঁর নির্বাচন কেন্দ্রের মধ্যেই পড়ে দিল্লীর সবচেয়ে বড় বাঙালী মহল্লা বলে পরিচিত চিত্তরঞ্জন পার্ক। ছোটবেলা থেকে প্রণব মুখার্জির গ্রেটার কৈলাসের বাড়িতে থেকেই বড় হয়েছেন শর্মিষ্ঠা। ফলে প্রণব-কন্যার স্থানীয় পরিচিতিও দীর্ঘ দিনের। তাই তাঁকে প্রার্থী করার পরে কংগ্রেস নেতারা ভেবেছিলেন, আর যাই হোক চিত্তরঞ্জন পার্কের বড় অংশের সমর্থন পাবেন শর্মিষ্ঠা। অথচ ভোট ময়দানে নেমে তারাই অবাক। কারণ, তাদের সমীক্ষা বলছে, গ্রেটার কৈলাস কেন্দ্রের বেশির ভাগ এলাকায় শর্মিষ্ঠা ভাল সাড়া পাচ্ছেন ঠিকই। কিন্তু বাঙালীর মাটিই যেন দুর্জয় ঘাঁটি! কংগ্রেস সূত্র জানাচ্ছে, রবিবার থেকে পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের চিত্তরঞ্জন পার্ক এলাকায় প্রচারে নামিয়েছেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। দিল্লীতে বিধানসভা ভোট হবে এ মাসের সাত তারিখ। ঘরোয়া আলোচনায় কংগ্রেসের এক নেতা বলেন, চিত্তরঞ্জন পার্ক এলাকার বহু বাঙালী পরিবার দেশভাগের সময়ে ওপার বাংলা থেকে এসেছেন। তাদের অনেকেই দেশভাগের সময়ে দাঙ্গার শিকার হয়েছিলেন। কারও নিকটাত্মীয়ের সেই অভিজ্ঞতা রয়েছে। সেই ঐতিহাসিক কারণেই বিজেপি বিশেষ করে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা রয়েছে এখানে। -আনন্দবাজার পত্রিকা
×