ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে প্রকাশনা উৎসব

প্রকাশিত: ০৫:৫২, ১ ফেব্রুয়ারি ২০১৫

মুন্সীগঞ্জে প্রকাশনা উৎসব

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ‘বাংলাদেশের প্রচীন গ্রাম সোনারং’ বিষয়ে শনিবার টঙ্গীবাড়ি উপজেলার সোনারং গ্রামে সেমিনার হয়েছে। টঙ্গীবাড়ি উপজেলার সোনারং মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই গ্রাম নিয়ে লেখা চারটি বইয়ের প্রকাশনা উৎসব হয়েছে। বইগুলো হচ্ছে- সত্যেন সেনের লেখা ‘পদচিহ্ন’, প্রফুল্লনাথ সেনের লেখা বাংলা ও ইংরেজী সংস্করণ ‘সোনারঙ্গ’ এবং ড. মোহাম্মদ হান্নানের লেখা ‘বাংলাদেশের প্রাচীন গ্রাম সোনারং’। এই অনুষ্ঠানে প্রফুল্লনাথ সেনের দৌহিত্রী দিল্লীর বিশিষ্ট সাংবাদিক ময়না সেনের উপস্থিতি ভিন্ন মাত্রা যুক্ত করে। সেমিনারে মূলপত্র উপস্থাপন করেন পিআইবির পরিচালক ড. মোহাম্মদ হান্নান।
×