ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রৌমারী বন্দরে শ্রমিক সংঘাত, আহত ২৫

প্রকাশিত: ০৫:৪৭, ১ ফেব্রুয়ারি ২০১৫

রৌমারী বন্দরে শ্রমিক  সংঘাত, আহত ২৫

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে জানান, জেলার রৌমারীর চরনতুন বন্দর স্থলবন্দরে দু’দল কুলি শ্রমিকের মাঝে রক্তক্ষয়ী এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত থেমে থেমে এই সংঘর্ষ চলে। এ সময় উভয় পক্ষের কয়েক শ’ মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রায় ২৫ জন আহত হয়ছে। এদের মধ্যে গুরুতর আহত ৭ জনকে প্রথমে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, চরনতুন বন্দর স্থলবন্দরে দীর্ঘদিন থেকে কুলি-শ্রমিক সরদার নুর কালামের দল এলসি পয়েন্টের ট্রাক লোড আনলোডের কাজ করত। কুলি শ্রমিক হিসেবে তাদের দলের সরকারীভাবে রেজিস্ট্রেশনভুক্তও রয়েছে। ভারত থেকে আসা পণ্যসামগ্রী এবং বাংলাদেশ থেকে রফতানির পণ্যসামগ্রী ট্রাকে উঠানো নামানোর কাজ করে আসছে। কিন্তু হঠাৎ ছলিম উদ্দিন নামের একদল বন্দরে কাজ করতে গেলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষই দেশী অস্ত্রশস্ত্র ব্যবহার করে। সংঘর্ষের সময় পুরো বন্দর এলাকায় রণক্ষেত্র পরিণত হয়। সীমান্ত জুড়ে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে মহিলাসহ প্রায় ২৫ জনের মতো আহত হয়।
×