ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কার প্রধান বিচারপতি তামিল শ্রীপাভান

প্রকাশিত: ০৫:৩৭, ১ ফেব্রুয়ারি ২০১৫

শ্রীলঙ্কার প্রধান  বিচারপতি  তামিল শ্রীপাভান

শ্রীলঙ্কার প্রধান বিচারপতি পদে একজন তামিলকে নিয়োগ দিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা। কয়েক দশকের মধ্যে এই প্রথম শ্রীলঙ্কার প্রধান সংখ্যালঘু সম্প্রদায় থেকে একজনকে দেশটির প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হলো। খবর বিবিসির শুক্রবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে ৬২ বছর বয়সী বিচারপতি কানাগাসাবাপাথি শ্রীপাভান প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। ১৯৯১ সালের পর শ্রীপাভানই হলেন প্রথম তামিল যাকে এই শীর্ষপদটিতে নিয়োগ দেয়া হলো। প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই সংখ্যাগরিষ্ঠ সিহংলি জনগোষ্ঠীর প্রতিনিধি সিরিসেনা তামিলদের দেশটির রাষ্ট্রীয় ধারায় ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন। এর আগে সাবেক প্রধান বিচারপতি শিরানি বন্দরনায়েকের ওপর ২০১৩ সালে আরোপিত নিষেধাজ্ঞা অবৈধ ঘোষণা করে তা বাতিল করেন প্রেসিডেন্ট সিরিসেনা।
×