ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজ্জাকের সাত চলচ্চিত্র

প্রকাশিত: ০৫:১৫, ১ ফেব্রুয়ারি ২০১৫

রাজ্জাকের সাত চলচ্চিত্র

সংস্কৃতি ডেস্ক ॥ নায়করাজ রাজ্জাক- দুই বাংলার চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি। তাঁর চলচ্চিত্র জীবন শুরু হয় ১৯৬৮ সালে। পরে একে একে অভিনয় করেছেন তিনশ’ চলচ্চিত্রে। অনেক চড়াই-উতরাই পার করে সফল হয়ে দর্শকদের ভালবাসায় পরিণত হয়েছেন নায়করাজ হিসেবে। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতার টালিগঞ্জে জন্ম নেয়া চলচ্চিত্রের এই বরপুত্রের প্রতি সম্মান জানাতে এটিএন বাংলা আয়োজন করেছে নায়করাজ রাজ্জাক অভিনীত চলচ্চিত্র নিয়ে সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন রাজ্জাক রেট্রোস্পেকটিভ। চলতি মাস থেকে এটিএন বাংলায় প্রতিদিন বাংলা চলচ্চিত্র প্রচার করা হবে। প্রতিদিন চলচ্চিত্র প্রচারের বিশেষ এই আয়োজনের শুরুতে আজ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রচার হবে রাজ্জাক অভিনীত সাতটি চলচ্চিত্র। চলচ্চিত্রগুলো রবি থেকে বুধবার সকাল ১০-৪০ মিনিট এবং বৃহস্পতি থেকে শনিবার দুপুর ৩-১০ মিনিটে প্রচার হবে। নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘নীল আকাশের নিচে’ চলচ্চিত্র দিয়ে শুরু হবে নায়করাজ রাজ্জাক অভিনীত চলচ্চিত্র নিয়ে এটিএন বাংলার বিশেষ আয়োজন। এতে রাজ্জাকের বিপরীতে অভিনয় করেছেন কবরী। ২ ফেব্রুয়ারি প্রচার হবে সুভাষ দত্ত পরিচালিত চলচ্চিত্র ‘আবির্ভাব’। এতেও রাজ্জাকের বিপরীতে অভিনয় করেছেন কবরী। ৩ ফেব্রুয়ারি প্রচার হবে কামাল আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘অনুরাগ’। এতে রাজ্জাকের বিপরীতে অভিনয় করেছেন শাবানা। ৪ ফেব্রুয়ারি প্রচার হবে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত চলচ্চিত্র ‘এতটুকু আশা’। এতে রাজ্জাকের বিপরীতে অভিনয় করেছেন সুজাতা। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘সন্ধি’ চলচ্চিত্র প্রচার হবে ৫ ফেব্রুয়ারি। নায়করাজ রাজ্জাক ছাড়াও এই চলচ্চিত্রে অভিনয় করেছেন শবনম, জাফর ইকবাল ও সুচরিতা। ৬ ফেব্রুয়ারি প্রচার হবে মঈনুল হোসেন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যোগাযোগ’। এতে আরও অভিনয় করেছেন শবনম, জাফর ইকবাল ও চম্পা। ৭ ফেব্রুয়ারি প্রচার হবে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত চলচ্চিত্র ‘সমর’। এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন শাবানা, আলমগীর ও দিতি।
×