ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাঠেই নাওয়া-খাওয়া এখন নওগাঁর কৃষকের

প্রকাশিত: ০৫:৫০, ৩১ জানুয়ারি ২০১৫

মাঠেই নাওয়া-খাওয়া এখন নওগাঁর কৃষকের

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩০ জানুয়ারি ॥ দেশের আবাদ উদ্বৃত্ত উত্তরের নওগাঁ জেলায় আসন্ন বোরো চাষের ধুম পড়েছে। কোমর বেঁধে মাঠে নেমেছে কৃষক। কিষান-কিষানির নাওয়া-খাওয়ার ফুরসত নেই। চারা রোপণ কাজে কৃষক ব্যস্ত। লাগাতার ঘনকুয়াশা, শৈত্যপ্রবাহ আর কন্ কনে শীত উপেক্ষা করে কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বোরো ক্ষেতে কৃষক হাড়ভাঙ্গা পরিশ্রম করে যাচ্ছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে গরুর হালের পরিবর্তে অধিকাংশ কৃষক এখন যন্ত্রচালিত পাওয়ার টিলার বা ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ করছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সত্যব্রত সাহা জানান, এবার জেলায় ২ লাখ ১ হাজার ৭শ’ ১৮ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যেই জেলার ১১ উপজেলায় প্রায় ৬০ হাজার হেক্টর জমিতে বোরো চারা লাগানো হয়েছে। শুক্রবার জেলার মহাদেবপুর, পতœীতলা ও পোরশা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রোপা আমন ধান কাটার পর জমি এখন বোরো চাষের জন্য তৈরি করা হচ্ছে। যে সব জমিতে সরিষা লাগানো ছিল সেসব জমিও বোরো চাষের জন্য তৈরি করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, ইতোমধ্যেই জেলায় বোরো চাষের জন্য যে পরিমাণ বীজতলা তৈরি করা হয়েছে, তাতে এবার জেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।
×