ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল মহড়া জোরদার

প্রকাশিত: ০৫:৪৯, ৩১ জানুয়ারি ২০১৫

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল মহড়া জোরদার

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা থেকে জানান, জেলায় হরতাল-অবরোধে নাশকতা রোধে রাতের বেলায় ডিবি পুলিশের মোটরসাইকেল মহড়া জোরদার করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যার পর চুয়াডাঙ্গা সদর থানার ওসি তদন্ত কামরুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের ২০-২৫ জন সদস্য ১৪-১৫টি মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা সাইরেন বাজাতে থাকে। এদিকে টানা ২৫ দিনের হরতাল-অবরোধে নাশকতার ঘটনায় জেলার ৪টি থানায় ৫টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে ২৫০ জনকে। আটক করা হয়েছে জেলা বিএনপির আহ্বায়কসহ ৫০ জনকে। প্রতিদিন মোটরসাইকেল মহড়া কারণে চুয়াডাঙ্গা অপরাধীরা অপরাধ করতে সাহস দেখাচ্ছে না বলে জানান ওসি তদন্ত।
×