ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভালুকায় পাইপগান উদ্ধার

প্রকাশিত: ০৬:৩৩, ৩০ জানুয়ারি ২০১৫

ভালুকায় পাইপগান উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২৯ জানুয়ারি ॥ ভালুকা বাসস্ট্যান্ডসংলগ্ন হক সুপার মার্কেটের খান সিরামিকসের দোকানে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পাইপগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও দোকান মালিক সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে ওই দোকানে ক্রেতা সেজে দুই লোক আসে। পরে দুই টুকরো প্লাস্টিকের পাইপ ক্রয় করে ক্রয়কৃত মাল ও একটি ব্যাগ রেখে কৌশলে ক্রেতারা চলে যায়। অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে পুলিশকে ওই দোকানে অস্ত্র আছে বলে সংবাদ দেয় । সংবাদ পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ওই দোকানে থাকা ব্যাগ তল্লাশি করে ওই পাইপগানটি উদ্ধার করে। বরিশালে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উজিরপুর উপজেলার উত্তর সাতলা গ্রামে বুধবার রাতে বাক প্রতিবন্ধী এক গৃহবধূকে (৩২) ধর্ষণ করেছে প্রতিবেশী বখাটে আইউব আলী খন্দকার। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে থানায় মামলা দায়ের করা হয়েছে।এজাহারে জানা গেছে, গ্রামের আফতাব খন্দকারের বখাটে পুত্র আইউব বুধবার রাতে গৃহবধূকে ঘরে একাকী পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় পার্শ¦বর্তী ঘরের লোকজন এগিয়ে আসলে ধর্ষক আইউব আলী দৌড়ে পালিয়ে যায়। পুলিশ জানায় ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষিতা গৃহবধূকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। দিনাজপুরে পেট্রোল বোমায় নিহত হেলপার রশিদের স্ত্রীকে অনুদান স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ পেট্রোল বোমায় নিহত ট্রাকের হেলপার আব্দুর রশিদের স্ত্রীর হাতে বৃহস্পতিবার দুপুরে অনুদানের চেক দিয়েছেন দিনাজপুরের জেলা প্রশাসন। ২৪ জানুয়ারি রাতে দিনাজপুর-রংপুর মহাসড়কের ভুষিরবন্দর ব্রিজের কাছে অবরোধকারীদের নিক্ষিপ্ত পেট্রোল বোমায় দগ্ধ ট্রাকের হেলপার আব্দুর রশিদ ২৭ জানুয়ারি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মামুদপুর হাজীপাড়ার বাসিন্দা নিহত আব্দুর রশিদের বিধবা স্ত্রী সুলতানা বেগমের হাতে বৃহস্পতিবার জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী এককালীন অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিয়া, জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা হাম্মাদুল বাকী এবং নিহত রশিদের জামাই নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
×