ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রিসবেনে টাইগারদের প্রাণবন্ত অনুশীলন

প্রকাশিত: ০৬:২৩, ৩০ জানুয়ারি ২০১৫

ব্রিসবেনে টাইগারদের প্রাণবন্ত অনুশীলন

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রিসবেনে পুরোদমে অনুশীলন করে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তৃতীয় দিনের মতো অনুশীলন করল দল। অনুশীলনে তামিম ইকবালও নেটে ব্যাটিং করে গেলেন। কোচ চন্দ্রিকা হাতুরাসিংহে তামিমকে নিয়ে বিশেষ অনুশীলন করালেন। তামিমকে বিশেষভাবে সময় দিচ্ছেন হাতুরাসিংহে। এ অনুশীলনের পর রবিবারই ব্রিসবেনে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে সেই প্রস্তুতি ম্যাচ দিয়েই ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায় ব্যাট-বলের লড়াইয়ে নামবেন। এর আগে শুধু অনুশীলনই করে যাবেন মাশরাফি, সাকিব, মুশফিক, তামিমরা। এ বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য কোয়ার্টার ফাইনালে খেলা। সেই লক্ষ্যে দুই সপ্তাহ আগেই ব্রিসবেনে চলে গেছে দল। উদ্দেশ, দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সঙ্গে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার উইকেটের সঙ্গে মানিয়ে নেয়ার লড়াই চালিয়ে যাচ্ছে। ক্রিকেটারদের লক্ষ্য ২০০৭ সালে যেমন দ্বিতীয় রাউন্ডে খেলেছে দল, এবারও প্রথম রাউন্ডের গ-ি অতিক্রম করা। ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলা বাংলাদেশের। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ। শুরুতেই চমক জাগায় বাংলাদেশ। ভারতকে হারিয়ে দেয়। এরপর শ্রীলঙ্কার কাছে ভারতের হারে, বারমুডার কাছে বাংলাদেশের জয়ে বাংলাদেশ উঠে যায় শেষ আটে! বাংলাদেশ যেন গর্জে ওঠে। সেই থেকেই শুরু হয়ে যায় বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন দেখা। দল বিশ্বকাপের মতো ক্রিকেট মহাযজ্ঞে প্রথম রাউন্ড অতিক্রম করতে পারে, সেই বিশ্বাসও তৈরি হয়ে যায়। ২০১১ সালেও স্বপ্ন দেখা হয়। কিন্তু একটুর জন্য পূরণ হয়নি। এবারও দেশের মানুষ, ক্রিকেটপ্রেমী এমনকি ক্রিকেটাররাও কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখছেন। সেই স্বপ্ন লালন করে আছেন ক্রিকেটাররাও। বিশ্বকাপে মোট ১৪ দেশ খেলছে। দুই গ্রুপে খেলা হবে। একেক গ্রুপে থাকছে ৭টি দল। ৪৪ দিনের এ টুর্নামেন্টে মোট ৪৯ ম্যাচ হবে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ৭টি করে মোট ১৪টি ভেন্যুতে খেলা হবে। বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। বাংলাদেশ খেলবে গ্রুপ পর্বে ৬টি ম্যাচ। প্রতিপক্ষ আফগানিস্তান, স্বাগতিক অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, ইংল্যান্ড ও আরেক স্বাগতিক নিউজিল্যান্ড। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে ৪টি ম্যাচ জিততে হবে। তিনটি ম্যাচ জিতলে আশা থাকবে। তবে ২০১১ সালের মতো আবারও রানরেটে বিদায় নেয়ার শঙ্কাও থাকবে। অবশ্য বাংলাদেশ যে অন্তত তিনটি ম্যাচ জিততে পারে, সেই বিশ্বাস কোচ চন্দ্রিকা হাতুরাসিংহেরও আছে। নিজেই বলেছেন, ‘তিনটি ম্যাচ জেতার সামর্থ্য আছে।’ আর কোয়ার্টার ফাইনালে ওঠা যে কতটা কষ্টসাধ্য বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাই তা বুঝিয়ে দিয়েছেন। বলেছেন, ‘কোয়ার্টার ফাইনালে উঠতে চাই। কিন্তু তা কঠিন কাজ।’ এ কঠিন কাজটিই সাধন করতে হবে বাংলাদেশকে। কিন্তু দুটি দল ছাড়া সব প্রতিপক্ষই শক্তিশালী। এ জন্যই কেউ আত্মবিশ্বাসের সুরে কোয়ার্টার ফাইনালে ওঠার কথাটি বলতে পারছেন না। আফগানিস্তান ও স্কটল্যান্ডকে হারাবে বাংলাদেশ, এটি সবার ধারণা। এছাড়া বাকি ৪ প্রতিপক্ষই শক্তিশালী। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড আছে গ্রুপে।
×