ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওয়ারফেজের ৩০ বছর পূর্তিতে কনসার্ট

প্রকাশিত: ০৬:২৩, ২৯ জানুয়ারি ২০১৫

ওয়ারফেজের ৩০ বছর পূর্তিতে কনসার্ট

স্টাফ রিপোর্টার ॥ দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজের ৩০ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল শুক্রবার বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে। রাজধানীর খিলক্ষেতের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরার গুল নকশা হলে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। এজন্য আগামীকাল দুপুর ২-৩০ মিনিট থেকে ভেন্যুর গেট খোলা থাকবে। জনপ্রিয় এ ব্যান্ডদলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্তমান সদস্যদের পাশাপাশি পুরনো সদস্যরাও গাইবেন। কনসার্টটি পৃষ্ঠপোষকতা করবে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। আগ্রহী শ্রোতাদের রাজধানীর গুলশান, ধানম-ি, পল্টন, উত্তরা, মিরপুর ও যমুনা ফিউচার পার্কের রবি ওয়াক ইন সেন্টার থেকে এন্ট্রি পাস কিনতে বলা হয়েছে। বাংলা খেয়াল উৎসব স্টাফ রিপোর্টার ॥ বাংলা খেয়ালের প্রসার ও প্রচারের লক্ষ্যে প্রথমবার রাতব্যাপী ‘বাংলা খেয়াল উৎসব’র আয়োজন করতে যাচ্ছে চ্যানেল আই। আগামী ৩১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে পর দিন ১ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত একটানা চলবে এই উৎসব। উৎসবটি অনুষ্ঠিত হবে তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে। ১৪ ঘণ্টাব্যাপী এই উৎসবে ‘বাংলা খেয়াল’ পরিবেশন করে দর্শক- শ্রোতাদের বিমোহিত করবেন দেশবরেণ্য শিল্পীদের পাশাপাশি প্রায় শতাধিক শিল্পী। আজাদ রহমানের নেতৃত্বে এই উৎসবে বাংলা খেয়াল পরিবেশন করবেন ফেরদৌস আরা, লিও জে বাড়ৈই, ওস্তাদ ইয়াসিন খান, করিম শাহাবুদ্দিন, ড. নাশিদ কামাল, ড. লীনা তাপসী খান, বিজন চন্দ্র মিস্ত্রি, ড. হারুনুর রশিদ, প্রিয়াঙ্কা গোপ, আলিফ আলাউদ্দিন, গাজী আবদুল হাকিম, ফিরোজ খান প্রমুখ। উৎসবে ওস্তাদ ইয়াসিন খানকে চ্যানেল আইয়ের পক্ষ থেকে আজীবন সম্মাননা দেয়া হবে। উৎসব উপলক্ষে গতকাল ২৭ জানুয়ারি চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চ্যালেন আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।
×