ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে আলু চাষ করে বিপাকে কৃষক

প্রকাশিত: ০৪:৪৭, ২৯ জানুয়ারি ২০১৫

লালমনিরহাটে আলু চাষ করে বিপাকে কৃষক

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৮ জানুয়ারি ॥ উত্তরাঞ্চলের আলু মালয়েশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ইউরোপ ও আমেরিকায় গত কয়েক বছর ধরে রফতানি হয়ে আসছিল। বিদেশে আলু রফতানিকারক কোম্পানি এজেন্টরা তৃণমূল মাঠ পর্যায়ে মৌসুমের শুরু হতে শেষ পর্যন্ত চড়াদামে আলু কিনে থাকে। এবারে বিদেশে রফতানি করতে মাঠ পর্যায়ে এখনও আলু কিনতে আসেনি কোম্পানিগুলো। এছাড়াও হরতাল ও অবরোধের কারণে রংপুরের কৃষকরা তাদের উৎপাদিত আলু দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটাতে অন্যান্য জেলায় পাঠাতে পারছে না। ফলে আলু নিয়ে পড়েছে মহা বিপাকে। বাধ্য হয়ে পানির দরে আলু স্থানীয় কাঁচামালের ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছে। এবারে হরতাল ও অবরোধের রাজনৈতিক কর্মসূচীতে সবজি চাষীরা বাজারের উৎপাদিত কৃষিপণ্য বিপণন করতে না পেরে পড়েছে বিপাকে। তাদের মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদিত আলুর বর্তমান বাজারমূল্যে উৎপাদন খরচ উঠবে না। এই ক্ষতি পুষিয়ে নিতে কৃষকের কয়েক বছর সময় লেগে যাবে। হরতালে কৃষি অর্থনীতি ব্যাহত হচ্ছে। স্থানীয় কলেজের শিক্ষক কৃষিবিদ অধ্যাপক শাহ আলম জানান, বাংলাদেশে আলু চাষের অনুকূল পরিবেশ রয়েছে। তবে কৃষি অর্থনীতিতে বাংলাদেশে ফসল উৎপাদনে কোন পরিকল্পনা থাকে না। সব জায়গায় সব জেলায় সব স্থানেই একই ধরনের কৃষিপণ্য কৃষক চাষ করে। এতে দেখা যায় কোন কোন সময় একই পণ্য সব জেলায় চাহিদার চেয়ে অনেক ও ব্যাপকহারে চাষ হয়। বাজারে চাহিদা নেই। ফলে উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য বা উৎপাদনমূল্য কৃষক তুলতে পারে না। উত্তরাঞ্চলের বাজারের আলুর মৌসুমের শুরুতে আলুর দাম কম হওয়ায় বিপাকে পড়তে হয়েছে কৃষক ও আলু ব্যবসার সঙ্গে জড়িতদের। এমনকি আলু মজুদের কোল্ড স্টোরের মালিকরা পর্যন্ত বিপাকে রয়েছে। গত বছর সংরক্ষিত আলু কৃষক কোল্ড স্টোর থেকে উত্তোলন করেনি। নীল দলের পূর্ণ প্যানেল বিজয়ী বাউবি শিক্ষক সমিতি নির্বাচন নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৮ জানুয়ারি ॥ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) শিক্ষক সমিতির নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকদের নীল দলের পূর্ণ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে অধ্যাপক ড. কাজী মোহাম্মদ গালিব আহসান ও সাধারণ সম্পাদক পদে ড. মোঃ ইকবাল হুসাইন নির্বাচিত হয়েছেন। সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের সহযোগী অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ ঘোষণা দেন। ১৫টি পদের এ প্যানেলের অন্যরা হলেন- সহ-সভাপতি পদে ড. সুনীল কান্তি দে, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ মামুনূর রশীদ, যুগ্ম সম্পাদক পদে মোঃ শহীদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক পদে ড. মনিরা জাহান এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে ড. মোঃ মোহসীনউদ্দিন, ড. মোঃ নাসিরুল ইসলাম, মোঃ তারিকুল ইসলাম, আরোবিয়া খানম, ড. মোহাম্মদ আব্দুল হামিদ, আসমা আক্তার শেলী, কামারুজ্জামান, ড. মোঃ ফরিদ হোসেন, ড. মোঃ তৌহিদুল ইসলাম।
×