ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নাশকতা রুখে দিতে নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা হাতে লাঠি, বাঁশি রাখছেন

প্রকাশিত: ০৭:৪৬, ২৮ জানুয়ারি ২০১৫

নাশকতা রুখে দিতে  নারায়ণগঞ্জের  ব্যবসায়ীরা হাতে লাঠি, বাঁশি রাখছেন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নাশকতাকারীদের রুখতে লাঠি বাঁশি সঙ্গে রাখতে শুরু করেছেন নারায়ণগঞ্জের বিভিন্ন মার্কেট বিপণি বিতানের ব্যবসায়ী আর ফুটপাথের হকাররা। জনগণকে নাশকতার বিরুদ্ধে সংগঠিত করে সাহসী ভূমিকা রাখার জন্য উদ্বুদ্ধ করতে লাঠি বাঁশি সরবরাহ করছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ইতোমধ্যেই ৩ নাশকতাকারীকে হাতেনাতে ধরে দেয়ায় র‌্যাবের পক্ষ থেকে নগদ ১ লাখ টাকা পুরস্কারের খবরে অনেকেই কৌতূহলী হয়ে উঠেছে। জানা গেছে, ফতুল্লার কাশিপুরে পেট্রোলসহ ৩ নাশকতাকারীকে আটক করে গণপিটুনি দেয়ার পর নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় সন্দেহভাজন তিন জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট আনিসুর রহমান দীপু জানান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশে দলের নেতাকর্মীরা মাঠে নেমেছে সাধারণ মানুষকে সংগঠিত করতে। শহরের ভাসমান হকার, মার্কেটের ব্যবসায়ীদের কাছে তুলে দেয় লাঠি ও বাঁশি। ক্রমশ প্রতিরোধমুখর হয়ে উঠেছে সাধারণ মানুষ। জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি বলেন, মানুষের ভেতরে সাহস জাগিয়ে তুলতেই আমরা লাঠি বাঁশি তুলে দিচ্ছি।
×