ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রংপুরে গণপরিবহন ধূমপানমুক্ত করার উদ্যোগ

প্রকাশিত: ০৪:১৫, ২৮ জানুয়ারি ২০১৫

রংপুরে গণপরিবহন ধূমপানমুক্ত করার উদ্যোগ

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ পরোক্ষ ধূমপান হতে অধূমপায়ীদের রক্ষার জন্য জেলার সকল গণপরিবহন ধূমপানমুক্ত ঘোষণা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছে রংপুর জেলা মোটর মালিক সমিতি। তামাক নিয়ন্ত্রণ আইনের সঠিক প্রয়োগ ও শ্রমিকের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে মঙ্গলবার মোটর মালিক সমিতির সম্মেলনকক্ষে মালিকদের এক সভায় এ আহ্বান জানানো হয়। উল্লেখ্য, রংপুর জেলা মোটর মালিক সমিতি ২০১২ সালে জেলার সকল গণপরিবহন ধূমপানমুক্ত ঘোষণা করে। পরিবহনে যাত্রীরা ধূমপান না করলেও দূরপাল্লার গাড়িতে পরিবহন শ্রমিকরা ধূমপান করে। ফলে একদিকে পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যহানী ঘটছে অন্যদিকে যাত্রীরা পরোক্ষ ধূমপানের শিকার হয়ে বিভিন্ন রোগে ভুগছেন। মঙ্গলবার জেলা মোটর মালিক সমিতির যুগ্ম-সম্পাদক একেএম আজিজুল ইসলাম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জে ৯ জাটকা বিক্রেতার জরিমানা জনকণ্ঠ ডেস্ক ॥ কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জে ৯ জাটকা বিক্রেতার জরিমানা করেছে আদালত। অপরদিকে ৬ মণ জাটকা হয় চাঁদপুরে। সংবাদদাতা, স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের খবরÑ কেরানীগঞ্জ ॥ জাটকা বিক্রির অপরাধে কেরানীগঞ্জের আগানগর কাঁচাবাজারের ৪ মাছ বিক্রেতা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন ওই বাজারে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ ৬০ কেজি জাটকা জব্দ এবং তা বিক্রির অপরাধে রিপন, ফালান, এরশাদ ও আবুল নামে ৪ মাছ বিক্রেতাকে আটক করেন। চাঁদপুর ॥ চাঁদপুর লঞ্চঘাটে অভিযান চালিয়ে ৬ মণ ইলিশের জাটকা আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার সকাল ১০টায় চাঁদপুর নৌ-টার্মিনালে কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. এম হাবিবুর রহমানের নেতৃত্বে কোস্টগার্ড টহল দল এমভি সম্পা লঞ্চে অভিযান চালায়। টেকনাফে ছাত্রী অপহরণ, আটক ৩ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জেলার টেকনাফের হ্নীলায় দিনের বেলায় প্রকাশ্যে ফিল্মি স্টাইলে এক ছাত্রীকে অপহরণ করেছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার সকাল ৮টায় হ্নীলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, সকালে অটোরিক্সাযোগে হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী ফুলের ডেইল এলাকার আবুল কালামের মেয়ে (১৩) মাদ্রাসায় যাওয়ার পথে হ্নীলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে মাইক্রোবাস দিয়ে রিক্সার গতিরোধ করে একই এলাকার ফকির মোহাম্মদের বখাটে পুত্র নূর মোহাম্মদসহ ৪-৫ জন সন্ত্রাসী তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়। কেরানীগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক ১ কেরানীগঞ্জ সংবাদদাতা ॥ র‌্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্প সোমবার রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশী রিভালবার উদ্ধার করেছে। এ সময় রনি নামের এক যুবককে আটক করে তারা। র‌্যাব-১০ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে কালিগঞ্জ বড়ইতলা এলাকার জনৈক মাহবুব হোসেনের ওষুধের দোকানের কাছে রনি নামের এক যুবক অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল। এমন সংবাদের ভিত্তিত্বে র‌্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে রনিকে আটক করে। আগামীকাল সুনামগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ২৭ জানুয়ারি ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিসহ ২০ দলীয় জোটের সব নেতাকর্মীর মুক্তির দাবিতে বৃহস্পতিবার সুনামগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। মঙ্গলবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা শেষে সুনামগঞ্জ জেলা ২০ দলীয় জোটের আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরী এ ঘোষণা দেন। ফটিকছড়িতে প্রেমিক জুটি আটক নিজস্ব সংবাদদাদা, ফটিকছড়ি, ২৭ জানুয়ারি ॥ প্রেমের টানে ঘর ছেড়ে পালানোর সময় উপজেলায় দাঁতমারায় বেরসিক জনতার হাতে ধরা অপ্রাপ্তবয়স্ক প্রেমিক জুটি। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান উভয়কে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে প্রেরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদলত গঠন করে প্রেমিক মোঃ জাহাঙ্গীর আলমকে ৫ দিনের কারাদ- দেয়।
×