ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রেন চালকের দক্ষতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শতাধিক যাত্রী

প্রকাশিত: ০৪:৩৭, ২৭ জানুয়ারি ২০১৫

ট্রেন চালকের দক্ষতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শতাধিক যাত্রী

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ পার্বতীপুর রেল জংশন স্টেশনে চালকের দক্ষতার কারণে মুখোমুখি সংঘর্ষের হাত থেকে রক্ষা পেল সেভেন আপ ট্রেনের শতাধিক যাত্রী। জানা যায়, বগুড়া থেকে আগত দিনাজপুরগামী সেভেন আপ মেইল ট্রেনটি রবিবার রাত ৭টায় ৩০ মিনিটে খোলাহাটি রেলস্টেশন থেকে ছেড়ে আসে। পার্বতীপুর রেল জংশন স্টেশনের ৫ নম্বর লাইনে ৩ নং প্লাটফরমে ষ্টাটার সিগন্যাল পার হয়ে প্রবেশের সময় যাত্রী বোঝাই সেভেন আপ ট্রেন ইঞ্জিনের লোকোমোটিভ মাস্টার মজিবর রহমান দেখেন একই লাইনে আরও একটি রেল ইঞ্জিন দাঁড়িয়ে আছে। এ সময় তিনি দ্রুত ট্রেনটি দাঁড় করিয়ে দেন। এ ব্যাপারে পার্বতীপুর সুইজ কেবিনের আব্দুর রাজ্জাক বলেন, উক্ত লাইনে দাঁড়িয়ে থাকা ইমারজেন্সি পাইলট ইঞ্জিনকে ৫নং লাইনে যেতে বলা হয়। আর খোলাহাটি থেকে ছেড়ে আসা সেভেন আপ ট্রেনটিকে একই লাইনে প্রবেশের জন্য লাইন ক্লিয়ার দেয়া হয়। কিন্তু ইমারজেন্সি পাইলট ইঞ্জিনটি সরে না যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়। ইমারজেন্সি পাইলট ট্রেনের লোকোমোটিভ মাস্টার আলমগীর হোসেন বলেন, আমাকে ৫ নং লাইন থেকে সরে যেতে বলা হয়নি। আমাকে লাইন ক্লিলিয়ারেন্স দেয়ার পর আমি ইঞ্জিন নিয়ে সরে যাই। এদিকে সেভেন আপ ট্রেন ইঞ্জিনের লোকো মাস্টার মজিবর রহমান জানালেন, আউটার ও হোম সিগন্যাল ক্লিয়ার থাকার পর, ট্রেন নিয়ে প্রবেশের সময় এ ঘটনা দেখতে পেয়ে দ্রুতগতিতে ট্রেনটি থামিয়ে দেই। এর ফলে একটি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন যাত্রীরা। ট্রেনের পরিচালক নুরুল ইসলাম বলেন, ড্রাইভারের সর্তকতার কারণে একটি বড় ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সেভেন আপ ট্রেনের যাত্রীরা। এ নিয়ে পার্বতীপুর স্টেশন মাস্টার জিয়াউল আহ্সান বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।
×