ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইইউ বাজারে তীব্র প্রতিযোগিতায় বাংলাদেশ

প্রকাশিত: ০৪:১১, ২৭ জানুয়ারি ২০১৫

ইইউ বাজারে তীব্র প্রতিযোগিতায় বাংলাদেশ

জসিম উদ্দিন ॥ ইউরোপের বাজারে তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাক। ইতোমধ্যে এর প্রতিযোগী দেশগুলো শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। ইউরোপের পরিসংখ্যান দফতরের তথ্য মতে, নিকবর্তী প্রতিদ্বন্ধী দেশগুলোর তুলনায় প্রবৃদ্ধি কমেছে বাংলাদেশের। রাজনৈতিক অস্থিরতা, উৎপাদন ব্যয় বৃদ্ধি আর কারখানা পরিদর্শেনর কারণে এমন প্রভাব পড়েছে। ইউরোপের পরিসংখ্যান দফতরের ওয়েব সাইট ইউরোস্টাট‘র তথ্য মতে, গত বছরের শেষ ১০ মাসে ইউরোপের বাজারে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ছিল ১১ দশমিক ৭ শতাংশ, একই সময়ে ভিয়েতনাম, কম্বোডিয়া ও পাকিস্তানের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ২২ দশমিক ৮৮, ২৫ দশমিক ৪১ এবং ২৮ দশমিক ২৬ শতাংশ। বিজিএমইএ’র সহ-সভাপতি (অর্থ) রিয়াজ বিন মাহমুদ বলেন, রাজনৈতিক অস্থিরতা, উৎপাদন ব্যয় বৃদ্ধি আর কারখানা পরিদর্শনের কারণে ইউরোপের বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। তিনি বলেন, ব্যবসার জন্য নিরাপদ ও শান্ত পরিবেশ খুবই জরুরি। এধরনের অস্থিতিশীল অবস্থা চলতে থাকলে আমরা এই বাজারে বড় ধরনের ক্ষতির সম্মূখীন হতে পারি। ইপিবির তথ্য মতে, জুলাই-ডিসেম্বর ২০১৪ এ বাংলাদেশ ইউরোপের বাজার থেকে ৭ দশমিক ৩০ বিলিয়ন মার্কিন ডলার আয় করে। আগের বছরের একই সময়ে আয় করে ৭ বিলিয়ন মার্কিন ডলার।
×