ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সন্ত্রাস নৈরাজ্য দমনে মাঠে নামছে রোবকপ

প্রকাশিত: ০৬:৩৯, ২৬ জানুয়ারি ২০১৫

সন্ত্রাস নৈরাজ্য দমনে মাঠে নামছে রোবকপ

রিয়াজউদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া থেকে ॥ এখন থেকে মাঠে-ঘাটে দাপিয়ে বেড়াবে রোবকপ। আইনশ্ঙ্খৃলার অবনতি ঘটলে তারা দ্রুত এ্যাকশনে যাবে। দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা পালন করবে নবগঠিত রোবকপ। দাঙ্গা, নাশকতা, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকা- রোধে এখন থেকে মাঠে নামছে রোবকপ। নতুন প্রশিক্ষিত দলটি গঠন করেছে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সদস্যদের মধ্যে থেকেই রোবকপ নামে বিশেষায়িত দলটি গঠন করা হয়। পুলিশের সূত্র জানায়, যে কোন ধরনের ধ্বংসাত্মকমূলক কর্মকা- রোধকল্পে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের চৌকষ ও কর্মতৎপর পুলিশ সদস্যদের মধ্য হতে ২০ জনের সমন্বয়ে রোবকপ নামের বিশেষায়িত দল গঠন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার যে কোন স্থানে অনাকাক্সিক্ষত পরিস্থিতি ও অনভিপ্রেত ঘটনা রোধকল্পে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকা পালন করবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এ দলটি। সন্ত্রাস, দাঙ্গা, নৈরাজ্য ও নাশকতাকারীদের আতঙ্ক হিসেবে রোবকপ কাজ করবে বলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কর্মকর্তারা মনে করেন। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) জানান যে, জেলা পুলিশ কর্তৃক নবগঠিত বিশেষায়িত দল ‘রোবকপ’ যেকোন ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি রোধকল্পে সর্বদা সচেষ্ট থাকবে। পুলিশ সুপার জেলায় যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রোধকল্পে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
×