ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লাইনচ্যুত ॥ ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের যোগাযোগ বিঘ্নিত

জয়ন্তিকা এক্সপ্রেস

প্রকাশিত: ০৫:২৫, ২৬ জানুয়ারি ২০১৫

জয়ন্তিকা এক্সপ্রেস

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ও ঈশ্বরদী ॥ রবিবার ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং এলাকায় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অন্তত ১০ যাত্রী কমবেশী আহত হয়েছে। এছাড়া একইদিন ঈশ্বরদীতেও ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, রবিবার দুপুর প্রায় আড়াইটায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি পাঘাচং এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে ১০/১২ জন যাত্রী আহত হয়। ব্রাক্ষণবাড়িয়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মইনুল জানান, এ ঘটনার পর রাজধানী ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার পর আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ঈশ্বরদী ॥ রবিবার বিকেলে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের দক্ষিণ ইয়ার্ডে খুলনা দৌলতপুরগামী মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় দূরপাল্লার ট্রেন চলাচলে ব্যাঘাত না ঘটলেও কর্তৃপক্ষ উদ্ধারকারী ট্রেন দিয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করে। লাইনচ্যুতির পর থেকে পাকশী বিভাগের রেল কর্মকর্তারা উপস্থিত থেকে ট্রেনটি উদ্ধার কাজ পরিচালনা করেন।
×