ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুমিল্লায় বিরিয়ানী খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ

প্রকাশিত: ০৪:০২, ২৬ জানুয়ারি ২০১৫

কুমিল্লায় বিরিয়ানী খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৫ জানুয়ারি ॥ কুমিল্লায় একটি ফ্যাক্টরির বার্ষিক ভোজ অনুষ্ঠানের বিরিয়ানী খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক শ্রমিক। তারা কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অসুস্থ শ্রমিক ও তাদের স্বজনদের কাছ থেকে জানা যায়, বৃহস্পতিবার কুমিল্লা বিসিক শিল্প নগরীর ফরিদ ফাইবার ফ্যাক্টরিতে বার্ষিক ভোজ অনুষ্ঠানে শ্রমিকদের বিরিয়ানী খাওয়ানো হয়। বিরিয়ানী খাওয়া শ্রমিকরা শুক্রবার থেকে অসুস্থ হতে থাকেন। অনেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে বাড়ি ফিরে যান। শনিবার দুপুর থেকে গুরুতর অসুস্থরা হাসপাতালে ভর্তি হন। ফরিদ ফাইবারের স্বত্বাধিকারী ইউসুফ জামিল লিটন সাংবাদিকদের জানান, বছরে কয়েকবার তারা শ্রমিকদের জন্য খাবারের আয়োজন করেন, কখনও এমন সমস্যা হয়নি। বৃহস্পতিবার স্থানীয় কুমিল্লা ক্লাব থেকে রান্না করা খাবার তাদের খাওয়ানো হয়। ২০-২৫ জন শ্রমিক অসুস্থ হয়েছে। তাদের চিকিৎসার বিষয়ে আমরা দেখভাল করছি। রবিবার দুপুরে কুমিল্লা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মুজিবুর রহমান জানান, খাদ্যের বিষক্রিয়ায় শ্রমিকরা অসুস্থ হয়েছেন।
×