ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

এবার খালেদা বোজবেন সন্তান হারানোর ব্যথা কত কষ্টের

প্রকাশিত: ০৩:৫৮, ২৬ জানুয়ারি ২০১৫

এবার খালেদা বোজবেন  সন্তান হারানোর ব্যথা  কত কষ্টের

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ “মোর পোলার অপরাধ ছেলে কামে গেছিলো। হ্যার লাই¹া খালেদা জিয়ার হুকুমের গোলামরা পেট্রোল বোমা মাইরা মোর পোলার জীবনডারে কাইরা নেছে। মুই আল্লার ধারে বিচার চাইছি। আল্লায় মোরে হেই বিচার দ্যাহাইছে। এইবার খালেদা জিয়া বোজবেন সন্তান হারানোর ব্যথা যে কত কষ্টের। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোটপুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুর খবর শুনে রবিবার দুপুরে আবেগআপ্লুত হয়ে সাংবাদিকদের সম্মুখে কথাগুলো বলছিলেন, অবরোধের পেট্রোল বোমায় নিহত বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামের আবুল কালাম আজাদের বৃদ্ধা মা সুফিয়া বেগম। তিনি আরও বলেন, ক্ষমতায় লোভে আন্দোলনের নামে এসি রুমে বইয়া হুকুম দিয়া দয়া কইরা মোর পোলার মতো আর কেউরে পোড়াইয়া মাইরেন না। এ নির্মমতা বন্ধ করুন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আইজ আমনে বোজবেন সন্তান হারানোর বেদনা যে কত কষ্টের। সূত্রমতে, গত ৯ জানুয়ারি রাত সোয়া এগারোটার দিকে রাজধানীর মগবাজারের আগোরা শপিং কমপ্লেক্সের সম্মুখে অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হন প্রাইভেটকার চালক রাংতা গ্রামের মৃত আব্দুল হক হাওলাদারের ছোট পুত্র আবুল কালাম আজাদ। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে সাতদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১৫ জানুয়ারি আবুল কালাম মৃত্যুবরণ করেন।
×