ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

প্রকাশিত: ০৬:৩৬, ২৫ জানুয়ারি ২০১৫

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

(পূর্ব প্রকাশের পর) ২৪.দেশের সকল সম্পদকে এক কথায় কী বলে? ক) ব্যক্তিগত সম্পদ খ) সরকারি সম্পদ গ) জাতীয় সম্পদ ঘ) প্রাকৃতিক সম্পদ ২৫.২০০৫-০৬ সালে কৃষিখাতে অবদান হ্রাস পাওয়ার কারণ কোনটি হতে পারে বলে তুমি মনে কর? ক) কৃষিখাতে সরকারি ঋণ হ্রাস পেয়েছে খ) কৃষি উৎপাদন পূর্বের তুলনায় কমেছে গ) কৃষিখাতে কাঁচামালের মূল্য বৃদ্ধি পেয়েছে ঘ) কৃষির তুলনায় অন্যান্য খাতে উৎপাদন বেড়েছে ২৬.ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তি তার সম্পদ কীভাবে ভোগ করতে পারে? ক) নিয়মের মধ্যে ভোগ এবং বিক্রি করতে পারে খ) স্বাধীনভাবে ভোগ এবং হস্তান্তর করতে পারে গ) ভোগ করতে পারবে তবে হস্তান্তর করতে পারবে না ঘ) কেবল হস্তান্তর করতে পারে ২৭.কোন ব্যাংক দেশের কাগজি মুদ্রা প্রচলনের একমাত্র অধিকারী? ক) শিল্প ব্যাংক খ) অগ্রণী ব্যাংক গ) কেন্দ্রীয় ব্যাংক ঘ) রূপালী ব্যাংক ২৮.যৌতুক প্রথা কোন সমাজে উৎপত্তি লাভ করে? ক) হিন্দু খ) মুসলমান গ) বৌদ্ধ ঘ) খ্রিষ্টান ২৯.বাংলাদেশের কোন জেলা ভূমিকম্পের ডেঞ্জার ফন্ট লাইনে অবস্থান করছে? ক) ঢাকা খ) চট্টগ্রাম গ) রংপুর ঘ) সিলেট ৩০.পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? ক) ফেবোস খ) ক্যারন গ) চন্দ্র ঘ) গ্যানিমেড ৩১.জাতীয় সম্পদের উদাহরণ হচ্ছে - র. কলকারখানা ও নদ-নদী রর. রেলপথ ও সরকারি হাসপাতাল ররর. নাগরিকের কর্মদক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩২.পাকিস্তানের মোট জনসংখ্যার শতকরা কত ভাগ ছিল পূর্ব পাকিস্তাানের জনসংখ্যা? ক) ৫২% খ) ৫৫% গ) ৫৬% ঘ) ৪৫% ৩৩.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন প্রচার মাধ্যমটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রভাব রাখে? ক) বিবিসি খ) ভোয়া গ) নিউইয়র্ক টাইমস ঘ) ইনডিপেনডেন্ট ৩৪.আন্তর্জাতিক তারিখ রেখা জলভাগের মধ্য দিয়ে অতিক্রম করার মূল কারণ - র. জাহাজ সঠিক সময়ে চলাচল করার জন্য রর. আন্তর্জাতিক তারিখ ঠিক রাখার জন্য ররর. স্থানীয় সময় ঠিক রাখার জন্য নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) রর ও ররর ৩৫.গণপরিষদে বাংলা ব্যবহারের দাবি অগ্রাহ্য হলে ঢাকায় ধর্মঘট পালিত হয় কোন মাসে? ক) ফেব্রুয়ারি খ) জানুয়ারি গ) মার্চ ঘ) মে ৩৬.নেপচুন গ্রহটি কোন বর্ণের? ক) কালো খ) গোলাপি গ) লালচে ঘ) নীলাভ ৩৭.সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে - র. পরিবার ও বাবা রর. পরিবার ও মা ররর. সাংস্কৃতিক জ্ঞান নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৮.অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে সংক্ষেপে কী বলা হতো? ক) ওডঞঈ খ) ওডঞঈ গ) ইওডঞঈ ঘ) ইওডঞঅ * উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: রবি বিয়ে করেছেন পাশের গ্রামের নোমান চৌধুরীর কন্যা সোমাকে, বিয়ের পর সোমাকে নিয়ে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন। নোমান চৌধুরী মাঝে মধ্যে এসে সোমাকে দেখে যান। ৩৯.বর্তমানে জাতীয় সংসদের আসন কতটি? ক) ৩০০ খ) ৩১৫ গ) ৩৪৫ ঘ) ৩৫০ ৪০.বর্ষাকালের সময় কোন কোন মাসে খুব বেশি গরম পড়ে? ক) মে ও জুলাই খ) এপ্রিল ও আগস্ট গ) জুন ও সেপ্টেম্বর ঘ) মে ও অক্টোবর সঠিক উত্তর: ১. (ঘ) ২. (গ) ৩. (ক) ৪. (ঘ) ৫. (ক) ৬. (ক) ৭. (গ) ৮. (খ) ৯. (খ) ১০. (গ) ১১. (ঘ) ১২. (গ) ১৩. (খ) ১৪. (খ) ১৫. (ক) ১৬. (ঘ) ১৭. (গ) ১৮. (ক) ১৯. (খ) ২০. (ক) ২১. (গ) ২২. (খ) ২৩. (ক) ২৪. (গ) ২৫. (ঘ) ২৬. (খ) ২৭. (গ) ২৮. (ক) ২৯. (ঘ) ৩০. (গ) ৩১. (ঘ) ৩২. (গ) ৩৩. (ক) ৩৪. (খ) ৩৫. (ক) ৩৬. (ঘ) ৩৭. (ক) ৩৮. (ক) ৩৯. (ঘ) ৪০. (গ)
×