ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৩৫, ২৫ জানুয়ারি ২০১৫

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

পূর্ব প্রকাশের পর ২৭. বাংলাদেশের ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমিতে কোন গাছের প্রাধান্য বেশি? ক) সেগুন খ) মেহগনি গ) কড়ই ঘ) শাল ২৮. উত্তর মহাসাগরের মহীসোপান কত কি.মি. প্রশস্ত? ক) ১২৮০ খ) ১২৮৭ গ) ১২৯০ ঘ) ১২৯২ ২৯. বায়ুমন্ডল প্রধানত কত প্রকার উপাদান দ্বারা গঠিত? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ৩০. পতিভূ অনুপাতের সাহায্যে মানচিত্রের দূরত্ব যখন ১ সেন্টিমিটার তখন ভূমির দূরত্ব কত? ক) ১০০ সেন্টিমিটার খ) ১০ সেন্টিমিটার গ) ১০০০ সেন্টিমিটার ঘ) ১০০০ সেন্টিমিটার ৩১. সূর্যকিরণ সম্পদ নয় কেন? ক) বিনিময় মূল্য নেই খ) যোগান সীমিত গ) উপযোগ আছে ঘ) চাহিদা সীমাবদ্ধ ৩২. পৃথিবীর সর্বাপেক্ষা গভীরতম খাত কোনটি? ক) পোন্টারিকো খ) ম্যারিয়ানা গ) শুন্ডা ঘ) ফ্লেপোর্তা ৩৩. প্রাকৃতিক পরিবেশের মূল উপাদান হচ্ছে- র. জীব উপাদান রর. জড় উপাদান ররর. উদ্ভিদ ও প্রাণী নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৪. কোন ধরনের নদীগুলো পলি দ্বারা আবৃত? ক) মূল নদী খ) শাখা নদী গ) উপনদী ঘ) নদীর মোহনা ৩৫. প্রধান প্রাথমিক রপ্তানি পণ্য কী? ক) হিমায়িত খাদ্য খ) কৃষিজাত পণ্য গ) বস্ত্র ঘ) সার ৩৬. বন্যার জন্য দায়ী কত শতাংশ পানি দেশের প্রধান তিনটি নদী নিয়ে আনে? ক) ৭০% খ) ৮০% গ) ৯০% ঘ) ১০০% ৩৭. যে জিনিস প্রকৃতি ও পরিবেশকে বিভিন্নভাবে প্রভাবিত করে তাহলো- র. রাস্তাাঘাট নির্মাণ রর. অফিস আদালত নির্মাণ ররর. শহর বন্দর নির্মাণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৮. জনসংখ্যা বর্তমানে কিরূপ সমস্যা? ক) স্থানীয় খ) আঞ্চলিক গ) রাষ্ট্রীয় ঘ) বিশ্বব্যাপী ৩৯. বাণিজ্য হলো – র. মানুষের অভাব ও চাহিদা মেটানোর উদ্দেশ্য রর. পণ্য দ্রব্য ক্রয়-বিক্রয় ররর. এর আনুষঙ্গিক কাজ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪০. জনসংখ্যা ভূগোলের আলোচ্য বিষয়- র. জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি রর. সামাজিক ও অর্থনৈতিক জীবনে প্রভাব ররর. রাজনৈতিক কর্মকান্ড নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪১. নিচের কোন শিল্পটি বাংলাদেশে গড়ে ওঠে নি? ক) সিমেন্ট শিল্প খ) জাহাজ শিল্প গ) লৌহ ও ইস্পাত শিল্প ঘ) সিরামিক শিল্প ৪২. কোনগুলো পরিবেশের প্রধান উপাদান? ক) গাছপালা, ভূমি ও পানি খ) পানি, মানুষ ও বায়ু গ) বন, মানুষ ও বায়ু ঘ) ভূমি, পানি, বায়ু ও বনজ সম্পদ ৪৩. নিচের কোনটি নবায়নযোগ্য সম্পদের অন্তর্ভূক্ত? ক) সৌরশক্তি খ) বায়ুশক্তি গ) জলবিদ্যুৎ ঘ) সবকটি ৪৪. কোনো দেশের জনসংখ্যা সম্প্রসারণ করা যায় কীভাবে? ক) জন্মহার বৃদ্ধি করে খ) জন্মহার হ্রাস করে গ) মৃত্যু হার বৃদ্ধি করে ঘ) শিশু মৃত্যুহার হ্রাস করে ৪৫. বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন রাজ্য বিরাজমান? ক) পশ্চিমবঙ্গ খ) আসাম গ) মিজোরাম ঘ) ত্রিপুরা ৪৬. সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব কত কিলোমিটার? ক) ১১.৮ খ) ২২.৮ গ) ৩৩.৮ ঘ) ৪৪.৮ নিচের উদ্দীপকটি পড় এবং চারটি প্রশ্নের উত্তর দাও: সাবিনা এবং সালমা বগুড়ার মহাস্থানগড়ে ঘুরতে গেল। সেখানে তারা কিছু ঐতিহাসিক জিনিস একটি মানচিত্রে দেখতে পেল। ঐ মানচিত্রে কিছু স্থাপত্য, পূর্বেকার ঐ অঞ্চলের অর্থনৈতিক অবস্থা ও সীমানা দেখতে পেল। ৪৭. মেয়াফিস ও থেবস নগরী কোন সময়ে উৎপত্তি হয়েছিল? ক) খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দ খ) খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দ গ) খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দ ঘ) খ্রিষ্টপূর্ব ৪০০০ অব্দ
×