ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু সড়কে পুলিশ পাহারায় যান চলাচল

প্রকাশিত: ০৬:০৪, ২৪ জানুয়ারি ২০১৫

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু সড়কে পুলিশ পাহারায় যান চলাচল

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৩ জানুয়ারি ॥ বৃহস্পতিবার রাত থেকে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে শুরু হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে যানবাহন চলাচল। মহাসড়কের টাঙ্গাইলের ৬৫ কিলোমিটার মহাসড়কে বিপুলসংখ্যক পুলিশের তত্ত্বাবধানে টাঙ্গাইলের সীমানা অতিক্রম করছে যাত্রীরা। আর এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে যানবাহন মালিক, চালক ও সাধারণ যাত্রীরা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাধারণ জনগণকে নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর। তিনি বলেন, বিগত দিনে বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে দৈনিক গড়ে আট হাজার যানবাহন চলাচল করেছে। এর পাশাপাশি ময়মনসিংহ সড়কেও অনেক গাড়ি পার হয়েছে। জেলা পুলিশের তত্ত্বাবধানে আমাদের টাঙ্গাইলের ৬৫ কিলোমিটার মহাসড়কে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার আপ্রাণ চেষ্টা করেছি। মহাসড়কে পুলিশের মোবাইল বাড়ানো হয়েছে। পাশাপাশি বাস ও ট্রাকে আমরা সশস্ত্র পুলিশ তুলে দিয়েছি। এয়াড়া টাঙ্গাইল থেকে যেসব বাস ঢাকামুখী হবে আমরা সেগুলোতেও সশস্ত্র পুলিশ দেব। আশা করি, এই ব্যবস্থাপনায় জনগণ নির্বিঘেœ গন্তব্যে পৌঁছে যেতে পারবেন।
×