ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রতিবাদের মুখে সারাদেশে ‘ওয়ান্টেড’

প্রকাশিত: ০৫:৩১, ২৪ জানুয়ারি ২০১৫

প্রতিবাদের মুখে সারাদেশে ‘ওয়ান্টেড’

সংস্কৃতি ডেস্ক ॥ চলচ্চিত্রশিল্পী, পরিচালক ও কলাকুশলীদের আন্দোলনের মুখে শুক্রবার ঢাকাসহ সারাদেশের ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ভারতীয় হিন্দি চলচ্চিত্র ‘ওয়ান্টেড’। অবশ্য বৃহস্পতিবার থেকেই ঢাকার বাইরের কিছু প্রেক্ষাগৃহে চলছে সালমান খানের চলচ্চিত্রটি। এদিকে বাংলাদেশে হিন্দি ভাষার চলচ্চিত্র মুক্তির প্রতিবাদ জানাতে আন্দোলন অব্যাহত রেখেছে বিএফডিসির ১৯টি চলচ্চিত্র সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট। এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন শাকিব খান, ওমর সানী, রুবেল থেকে শুরু করে দেশের কয়েকশ চলচ্চিত্রকর্মী। এছাড়া দেশের পাঁচটি চলচ্চিত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি, জাহাঙ্গীরনগর স্টুডেন্টস ফিল্ম সোসাইটি, রণেশ দাশগুপ্ত ফিল্ম সোসাইটি ও জগন্নাথ ফিল্ম সোসাইটি এই পাঁচটি সংগঠন মিলে আয়োজন করেছে একটি সেমিনার। আলোচ্য বিষয় ‘ভারতীয় চলচ্চিত্র বাংলাদেশে অবাধ ও বাণিজ্যিক প্রদর্শন : বাংলাদেশের চলচ্চিত্রশিল্পে এবং দেশীয় সংস্কৃতিতে প্রভাব’। আজ শনিবার বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মুনীর চৌধুরী মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এদিকে বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোটের পক্ষ থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচী সম্পর্কে মুশফিকুর রহমান গুলজার জানান, হিন্দি-উর্দু তথা উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র প্রদর্শন বন্ধের দাবিতে এফডিসির সামনে আন্দোলনের মঞ্চ গড়ে তোলা হবে। পাশাপাশি উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র প্রদর্শন বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করবে বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট।
×