ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সানার নির্দেশ মানবে না দক্ষিণ ইয়েমেন, হাদির পদত্যাগে বিপজ্জনক শূন্যতা

প্রকাশিত: ০৩:৩২, ২৪ জানুয়ারি ২০১৫

সানার নির্দেশ মানবে না দক্ষিণ  ইয়েমেন, হাদির পদত্যাগে  বিপজ্জনক শূন্যতা

ইয়েমেনে এক বিপজ্জনক রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ও তার প্রধানমন্ত্রী শিয়া হুতি বিদ্রোহীদের রাজধানী সানা দখলের প্রতিবাদে পদত্যাগ করলে এ শূন্যতা দেখা দেয়। নেতৃত্বশূন্য দেশটিতে ইরানপন্থী ঐ বিদ্রোহীরা রাজধানীতে তাদের অবস্থান সুসংহত করেছে। তাদের নেতারা প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং একজন নেতা এক শাসন পরিষদ গঠনের প্রস্তাব করেছেন। এ পরিষদে হুতি নেতৃত্বাধীন দলগুলো থাকবে বলে ঐ নেতা আবু আল মালেক ইউসুফ আল ফিশি জানান। প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদির পদত্যাগের কয়েক ঘণ্টা পর সাবেক স্বাধীন দেশ দক্ষিণ ইয়েমেন ও এর প্রধান শহর এডেন সানা থেকে পাঠানো সব সামরিক নির্দেশ লঙ্ঘন করে বলে ঘোষণা করেছে। সরকারের আকস্মিক পতনের ফলে এ দেশটি কয়েকটি ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। খবর এএফপির, বিবিসি, আলজাজিরা ও ইয়াহুনিউজের। প্রেসিডেন্টের উপদেষ্টা সুলতান আল আতবানি ও অন্যান্য সহকারী হাদি পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেন। কিন্তু ইয়েমেনের পার্লামেন্ট তার পদত্যাগপত্র প্রত্যাখ্যান করেছে বলে ঐ উপদেষ্টা জানান। প্রেসিডেন্টের কর্মকর্তারা জানান, আবদ রাব্বু মনসুর হাদি শিয়া হুতি বিদ্রোহীদের আরও ছাড় দেয়ার চেয়ে পার্লামেন্টের কাছে তার পদত্যাগপত্র পেশ করেছেন। হুতিরা রাজধানী সানা নিয়ন্ত্রণ করছে। প্রধানমন্ত্রী খালেদ বাহাহ ও তার মন্ত্রিসভাও পদত্যাগ করেছে। ইয়েমেনি আইন অনুযায়ী পার্লামেন্টের স্পীকার ইয়হিয়া আলরাই এখন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। ইয়াহিয়া সাবেক স্বৈরশাসক আলা আবদুল্লাহ সালেহের ঘনিষ্ঠ মিত্র। সালেহ এখনও উল্লেখযোগ্য প্রভাবের অধিকারী এবং হুতিদের সঙ্গে তার মিত্ররা রয়েছে বলে মনে করা হয়। হাদি ও হুতিরা দেশের সঙ্কট নিরসনের লক্ষ্যে এক চুক্তিতে পৌঁছেছেন বলে ঘোষণা দেয়ার একদিন পর হাদি পদত্যাগ করেছেন। সরকারের মুখপাত্র রাগেহ রাদি বলেন, প্রধানমন্ত্রী বাহাহের নেতৃত্বাধীন মন্ত্রিসভা হাদির কাছে তাদের পদত্যাগপত্র পেশ করেন। হাদি বলেন, তিনি দেশের পতনের দায়দায়িত্ব নিতে চান না।
×