ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হরতাল-অবরোধ

প্রকাশিত: ০৮:৪১, ২৩ জানুয়ারি ২০১৫

হরতাল-অবরোধ

অর্থনৈতিক রিপোর্টার ॥ হরতাল-অবরোধ ও সহিংসতায় গার্মেন্টস খাতের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্যোক্তারা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে জরুরী বৈঠক করেছেন। ওই বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও পোশাক শিল্পের সঙ্কট নিয়ে মন্ত্রীকে অবহিত করা হয়। উদ্যোক্তারা জানান, বিএনপি ও জামায়াত-শিবিরের ডাকা হরতাল-অবরোধে পোশাক শিল্প খাত গভীর সঙ্কটের মধ্যে পড়েছে। বহির্বিশ্বে ইমেজ সঙ্কট, পণ্য পরিবহন সমস্যা এবং অর্ডার বাতিল হওয়ায় এ শিল্পের বিনিয়োগকারীরা উদ্বিগ্ন। শীঘ্রই অবরোধ ও হরতাল প্রত্যাহার না হলে ক্রেতারা চীন, ভিয়েতনাম এবং কম্বোডিয়া চলে যাওয়ার হুমকি দিয়েছেন। এছাড়া ভ্যাট, গ্যাস, বিদ্যুত, ব্যাংক সুদসহ অভ্যন্তরীণ নানা সঙ্কটের মধ্যে রয়েছে এ শিল্প খাত। এ সব সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে একান্তে বৈঠক করেছেন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান ও সাবেক প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম। তবে এই বৈঠক নিয়ে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি না হলেও সংশ্লিষ্ট এক উর্ধতন কর্মকর্তা জনকণ্ঠকে বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে পোশাক শিল্প খাতে কি ধরনের সঙ্কট তৈরি হচ্ছে তা বাণিজ্যমন্ত্রীকে অবহিত করা হয়েছে। শীঘ্রই পরিস্থিতি শান্ত হয়ে আসবে বলে মন্ত্রী তাঁদের আশ্বস্ত করেছেন।
×