ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুড়িয়ে হত্যার দায় এড়াতে পারেন না বিএনপি নেত্রী ॥ হানিফ

প্রকাশিত: ০৫:২৭, ২৩ জানুয়ারি ২০১৫

পুড়িয়ে হত্যার দায় এড়াতে পারেন না বিএনপি নেত্রী ॥ হানিফ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২২ জানুয়ারি ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি নেত্রীর নির্দেশে সন্ত্রাসীরা পেট্রোলবোমা মেরে গাড়ি জ্বালিয়ে মানুষ মেরে আতঙ্ক সৃষ্টি করে কর্মসূচী সফল করার চেষ্টা করছে। সেই হিসেবে এ সমস্ত হত্যাকা-ের দায়ভার বিএনপি নেত্রী এড়াতে পারেন না। নির্দেশদাতা হিসেবে, হুকুমদাতা হিসেবে, অবশ্যই বিএনপি নেত্রীর দায় আছে। তিনি বলেন, জামায়াত-বিএনপি মিলে যে সন্ত্রাসী কর্মকা- চালিয়ে যাচ্ছে, এটা কোন রাজনৈতিক কর্মসূচী নয়। এটা সন্ত্রাসী কর্মকা-। মানুষ হত্যা করা, গাড়ি বা সরকারী সম্পত্তি ধ্বংস করা কোন সভ্য দেশে রাজনৈতিক কর্মকা- হিসেবে বিবেচিত হয় না। মাহবুব-উল আলম হানিফ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে পৌরসভা অডিটরিয়ামে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, পেট্রোলবোমা যারা মারছে তাদের শনাক্ত করতে হবে। সন্ত্রাসীদের তথ্য নেয়ার জন্য সময় লেগেছে। এখন তথ্য চলে এসেছে। গ্রেফতার অভিযান চলছে। আমরা আশা করছি গ্রেফতার অভিযান যেভাবে চলছে খুব দ্রুতই সব সন্ত্রাসী ধরা পড়বে। হানিফ বলেন, সন্ত্রাসী কর্মকা-কে কঠোর হস্তে দমন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। অনেককেই শনাক্ত করে তালিকা করা হয়েছে। তাদের ধরার চেষ্টা করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া মেলায় স্কুল কলেজের শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
×