ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় দুই সেতুর সংযোগ সড়ক নির্মাণ বন্ধ

প্রকাশিত: ০৪:০৩, ২৩ জানুয়ারি ২০১৫

কলাপাড়ায় দুই সেতুর সংযোগ সড়ক  নির্মাণ বন্ধ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২২ জানুয়ারি ॥ কলাপাড়া কুয়াকাটা মহাসড়কের শেখ রাসেল ও শেখ জামাল সেতুর সংযোগ সড়ক নির্মাণ কাজ চারদিন ধরে বন্ধ রয়েছে। বালু মহলের ইজারাদারের খামখেয়ালীর কারণে বালু সরবরাহ কাজ বন্ধ থাকায় সেতুটির নির্মাণ কাজ আরেক দফা ঝুলে গেল। যথাসময় শেষ না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ফলে আগামী জুন মাসে এ সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন অনিশ্চয়তায় পড়ল। কবে নাগাদ কাজ শুরু হবে তা কেউ জানাতে পারেননি। জানা গেছে, ইতোপূর্বে বঙ্গোপসাগর মোহনায় আন্ধার মানিক নদীর ডুবোচর থেকে বালু সংগ্রহ করে সেতু দুটির সংযোগস্থল ভরাটের কাজ চলে আসছিল। তখন প্রতি ঘনফুট বালু উত্তোলনের জন্য ইজারাদারকে সরবরাহকারীরা ৪০ পয়সা খাজনা দিতেন। কিন্তু হঠাৎ করে মেসার্স মাদার ইন্টারন্যাশনাল এ বছরের প্রথম সপ্তাহে বালুমহাল ইজারা নেন। তাঁরা বালু উত্তোলনকারীদের নিকট থেকে প্রতি সিএফটি বালু তোলার জন্য দেড় টাকা দাবি করেন। সরবরাহকারীরা অনেক দেন-দরবার করলেও কমপক্ষে এক টাকা দেয়ার আল্টিমেটাম দেয় মাদার্স ইন্টারন্যাশনাল। সরবরাহকারীরা প্রতি ঘনফুট বালু তোলার জন্য ৫০ পয়সা দেয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু তা মানা হয়নি। লোকসানের ভয়ে সরবারাহকারীরা কোন উপায় না পেয়ে বালু উত্তোলন বন্ধ করে দেয়। ফলে শেখ রাসেল ও শেখ জামাল সেতুর সংযোগ সড়ক নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। ইজারাদার নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগের বহুবার চেষ্টা করলে তিনি মোবাইল বন্ধ করে রাখেন। সড়ক ও জনপথ বিভাগের পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, বালু সরবরাহ করা না করা ঠিকাদারের কাজ। তারপরও সেতু নির্মাণের স্বার্থে অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন বলে জানান।
×