ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু গোল্ডকাপের বাজেট বাড়ল ৯ কোটি টাকা

প্রকাশিত: ০৪:০০, ২৩ জানুয়ারি ২০১৫

বঙ্গবন্ধু গোল্ডকাপের বাজেট বাড়ল ৯ কোটি টাকা

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্টের জন্য প্রথমে বাজেট নির্ধারণ করা হয়েছিল ৬ কোটি টাকা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন ক’দিন আগে জানিয়েছিলেন ৬ কোটি টাকা হলেই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব। সেই অনুযায়ী চ্যানেল নাইনের সঙ্গে ৬ কোটি টাকার চুক্তিও হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। তবে টুর্নামেন্ট শুরুর আগে অর্থের পরিমাণ বেড়ে গিয়ে উন্নীত হয়েছে ১৫ কোটি টাকায়। বৃহস্পতিবার বাফুফে ভবনে বাফুফের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। বাফুফের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন সভার সভাপতিত্ব করেন। সভা শেষে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফিন্যান্স এবং টিকেটিং সাব-কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী সংবাদমাধ্যমকে বলেন, ‘গোল্ডকাপ টুর্নামেন্টের জন্য গঠিত বিভিন্ন সাব-কমিটিগুলো টুর্নামেন্টের জন্য একটি বাজেট দিয়েছে। সবমিলিয়ে গোল্ডকাপ টুর্নামেন্টে আমাদের সার্বিক ব্যয় হবে প্রায় ১৫ কোটি টাকা। আজ নির্বাহী কমিটির মিটিং শেষে আমরা এই বাজেটটির প্রাথমিক অনুমোদন দিয়েছি।’ তবে প্রথমে টুর্নামেন্ট আয়োজনের জন্য স্পন্সর খুঁজে পেতেই হিমশিম খেয়েছিল বাফুফে। এখন টুর্নামেন্ট শুরুর ঠিক আগে বিভিন্ন প্রতিষ্ঠান কো-স্পন্সর হতে আগ্রহ প্রকাশ করায় পাল্টে গেছে দৃশ্যপট। সরকারের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তাই টুর্নামেন্টটি জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করতে কোন বাধা নেই বলে মনে করছে আয়োজকরা। বাজেটের ১৫ কোটি টাকা সংগ্রহ করতে কোন সমস্যা হবে না বলেই আশা করছেন সালাম মুর্শেদী। এ প্রসঙ্গে তাঁর ভাষ্যÑ ‘ইতোমধ্যে বিভিন্ন কো-স্পন্সর থেকে মৌখিক এবং লিখিত যে আশ্বাস পেয়েছি তাতে আমরা প্রায় ১০ কোটি টাকার মতো পাব। বাকি টাকাও সংগ্রহ হয়ে যাবে বলেই আশা করছি।’ টুর্নামেন্ট আয়োজনের ব্যয় হঠাৎ এত বৃদ্ধি পাওয়ার কারণও ব্যাখ্যা করেন সালাম মুর্শেদী, ‘দলগুলোর থাকা-খাওয়া, আসা-যাওয়া, মিডিয়াÑ ইত্যাদির পেছনে টাকা খরচ হচ্ছে। দলগুলো ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য আমরা চাটার্ড বিমানের ব্যবস্থা করেছি। এছাড়া জাঁকজমকপূর্ণভাবে টুর্নামেন্টের উদ্বোধন আর সমাপনী করতেও অনেক টাকা খরচ হবে।’ তবে খরচ যাই হোক না কেন তার পুরোটাই বিভিন্ন কো-স্পন্সর এবং টিকেট থেকে বাজেটের ১৫ কোটি টাকা যোগাড় হয়ে যাবে বলে জানান মুর্শেদী। টুর্নামেন্টের জন্য ২ লাখ টিকেট বিক্রি করবে বাফুফে। সেখান থেকে বাফুফের আয় হবে প্রায় ২ কোটি টাকা। এছাড়া বঙ্গবন্ধু গোল্ডকাপে ‘নোভো এয়ার’ লোকাল এয়ারলাইন্স পার্টনার হিসেবে সহযোগিতা করবে। এ আসর উপলক্ষে দেশের ৬৪ জেলায় সংশ্লিষ্ট জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের মাধ্যমে আগামী ২৭ জানুয়ারি প্রচারের জন্য স্থানীয়ভাবে র‌্যালি অনুষ্ঠিত হবে।
×