ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অবরোধে দায়িত্বে অবহেলা, রাজশাহীতে ওসি ক্লোজড

প্রকাশিত: ০৫:৪১, ২২ জানুয়ারি ২০১৫

অবরোধে দায়িত্বে  অবহেলা,   রাজশাহীতে ওসি ক্লোজড

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দায়িত্বে অবহেলার অভিযোগে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন খন্দকারকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। বুধবার এক আদেশে তার স্থানে থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মাহমুদুর রহমানকে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে। বুধবার বিকেলে মহানগর পুলিশ কমিশনার মোঃ শামসুদ্দিন তাকে ক্লোজ করার আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপকমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী। মহানগর পুলিশের উপকমিশনার তানভীর হায়দার চৌধুরী জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব পালন না করে ওসি নূর হোসেন খন্দকার উর্ধতন কর্মকর্তাদের না জানিয়ে বাসায় অবস্থান করছিলেন। গত দুইদিন ধরে তিনি অফিসে আসেননি। এ কারণে তাকে ক্লোজ করা হয়েছে। ২০ অক্টোবর বোয়ালিয়া মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবদুস সোবহানকে স্ট্যান্ড রিলিজ করা হয়। ওই দিন রাতেই মহানগর গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন খন্দকারকে বোয়ালিয়া থানার দায়িত্ব দেয়া হয়েছিল।
×