ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্রেডিট কার্ডে ভিক্ষা!

প্রকাশিত: ০৫:২৯, ২২ জানুয়ারি ২০১৫

ক্রেডিট কার্ডে ভিক্ষা!

প্রযুক্তি এগিয়ে গেছে বহুদূর। সেই সঙ্গে মানুষও। প্রযুক্তির সান্নিধ্য পাচ্ছে ধনী- নির্ধন, সবাই। আজকাল ভিখারীদের মোবাইলসহ অনেক প্রযুক্তিই ব্যবহার করতে দেখা যায়। তাই বলে ক্রেডিট কার্ডের মাধ্যমে ভিক্ষা! বিষয়টি ভিরমি খাওয়ার মতোই। এভাবেই ভিক্ষা করছেন ড্যামিয়েন প্রেসটন বুথ। তাঁকে বিশ্বের সবচেয়ে স্মার্ট ও সম্পদশালী ভিখারী হিসেবে বিবেচনা করা হচ্ছে। সাঁইত্রিশ বছর বয়সী এই ফকির প্রতি সপ্তাহে ল্যাঙ্কাশায়ার থেকে লন্ডনে আসেন ভিক্ষা করতে। কিন্তু ভিক্ষা নেন ক্রেডিট কার্ডের মাধ্যমে। লন্ডনের বেশির ভাগ ধনী ব্যক্তিই এখন আর নগদ টাকা নিয়ে ঘোরেন না। ক্রেডিট কার্ড দিয়েই সারেন সকল কেনাকাটা। ফলে ধনীদের কাছ থেকে ভিক্ষা নেয়ার ফন্দি বের করেন ড্যামিয়েন। কার্ড রিডারের মাধ্যেমে ধনীদের ক্রেডিট কার্ড থেকে ভিক্ষা নেয়ার কৌশল চালু করেন। ধনী টুরিস্ট দেখলেই তাদের কাছে ছুটে যান ভিক্ষে চাইতে। কাকুতি মিনতি করে টুরিস্টদের মন গলালে সঙ্গে সঙ্গে পকেট থেকে বের করেন মোবাইল কার্ড রিডারটি। এরপর দাতা যে পরিমাণ অর্থ দান করতে চান, তা চলে যায় ড্যামিয়েনের পেপল এ্যাকাউন্টে। কার্ড রিডারটি ব্লুটুথের মাধ্যমে তাঁর স্মার্টফোনের সঙ্গে যুক্ত। খয়রাতি টাকা গ্রহণের রিসিট সঙ্গে সঙ্গে দাতাকে দিয়ে দেন ড্যামিয়েন। এতে তিনি আয় করছেন হাজার হাজার পাউন্ড। বছর বছর দেশে বিদেশেও ঘুরে বেড়াচ্ছেন। -ওয়েবসাইট
×