ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হামিদ ফেব্রিক্সের বোনাস বিওতে প্রেরণ

প্রকাশিত: ০৪:৩২, ২২ জানুয়ারি ২০১৫

হামিদ ফেব্রিক্সের বোনাস বিওতে প্রেরণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হামিদ ফেব্রিক্স সমাপ্ত অর্থবছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে পাঠিয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এই কোম্পানি ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এরমধ্যে ১০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ। উল্লেখ্য, হামিদ ফেব্রিক্স বুধবার বিনিয়োগকারীদের বিও হিসাবে এই লভ্যাংশ পাঠিয়েছে। রহিম টেক্সটাইলের উদ্যোক্তার শেয়ার হস্তান্তর অর্থনৈতিক রিপোর্টার ॥ বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইলের উদ্যোক্তা পরিচালক দিদার এ হোসাইন নিজ প্রতিষ্ঠানের মোট এক লাখ শেয়ার হস্তান্তর করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, দিদার হোসাইনের কাছে কোম্পানির মোট ৬ লাখ ২৭টি শেয়ার ছিল। এর মধ্যে থেকে উল্লিখিত পরিমাণ শেয়ার তার স্ত্রী শিরীন দিদারের কাছে হস্তান্তর করেছেন। উল্লেখ্য, এই উদ্যোক্তা পরিচালক গত ১৫ জানুয়ারি উল্লিখিত পরিমাণ শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছিলেন।
×