ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এপি’র সেরা ফুটবলার মেসি

প্রকাশিত: ০৪:২৭, ২২ জানুয়ারি ২০১৫

এপি’র সেরা ফুটবলার মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দ্বিতীয় সপ্তাহ এ্যাসোসিয়েট প্রেস গ্লোবাল ফুটবল ১০ এর সেরা হলেন লিওনেল মেসি। আর সেরা ক্লাব হিসেবে জায়গা পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম শক্তিশালী আর্সেনাল। বর্তমান বিশ্বফুটবলে যে ক’জন তারকা ফুটবলার রয়েছে তাদের একজন মেসি। সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন বার্সিলোনার এই আর্জেন্টাইন স্ট্রাইকার। বিশেষ করে কাতালান ক্লাবটির কোচ লুইস এনরিকের সঙ্গে তার মনোমালিন্য হওয়ার কারণে। তবে ক্লাবের এই বিতর্ক মাঠের পারফর্মেন্সে মোটেও প্রভাব ফেলেনি তার। যার বড় প্রমাণ স্প্যানিশ লা লিগায় দিপোর্তিভ লা করুণার বিপক্ষে তার দুর্দান্ত হ্যাটট্রিক। লীগে কাতালানদের জার্সিতে এটি ছিল মেসির ২২তম হ্যাটট্রিক। এর ফলে লুইস এনরিকের দল ৪-০ গোলে হারায় লা করুনাকে। লা লিগায় এখন মেসির সামনে কেবল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার লা লিগায় ২৩তম হ্যাটট্রিক করেছেন। আর এপির প্রতিযোগিতায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তৃতীয় হয়েছেন। গেটাফের বিপক্ষে রোনাল্ডো একাই জোড় গোল করেন। আর সেই ম্যাচের সৌজন্যেই তৃতীয় হন তিনি। রোনাল্ডোর পর যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানটি দখল করেন চেলসির অস্কার ও দিয়েগো কোস্তা। সোয়ানসি সিটির বিপক্ষে এই দুই তারকা ফুটবলার দুটি করে গোল করেছিলেন। আর তাদের অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যেই ইংলিশ প্রিমিয়ার লীগের শীর্ষে থাকা চেলসি ৫-০ গোলে উড়িয়ে দেয় সোয়ানসি সিটিকে। আর সেই ম্যাচে অস্কারের গোল এসেছিল মাত্র ৫০ সেকেন্ডে। সেরা দশে জায়গা পাওয়া বাকি খেলোয়াড়রা হলেন, জুভেন্টাসের কার্লোস তেভেজ, এ্যাটলেটিকো মাদ্রিদের ফার্নান্ডো টোরেস, সাউদাম্পটনের এলজেরো এলিয়া, নেপোলির গঞ্জালো হিগুয়েইন এবং জুভেন্টাসের পল পোগবা। আর সেরা দল হিসেবে বিবেচিত হয়েছে আর্সেনাল।
×